করোনা থেকে বাঁচতে অভিনব মাস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ০৬ মে ২০২০
আপডেট: ১২:০৫ পিএম, ০৬ মে ২০২০
এখন করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে অন্যতম হাতিয়ার হচ্ছে মাস্ক। তাই বিশ্বের বিভিন্ন দেশে এখন ব্যবহৃত হচ্ছে অভিনব এই মাস্ক। দেখুন বিভিন্ন রকমের মাস্ক।
-
লকডাউন বাড়ানোর প্রতিবাদে জার্মানির বার্লিনে অন্তর্বাসকেই মাস্কের মতো করে পড়েছন এই ব্যক্তি। ছবি: রয়টার্স
-
ব্রাজিলের ফ্যাশন ফটোগ্রাফার মার্সিও রডরিগেজের কীর্তি। পুনর্নবীকরণযোগ্য বোতল, ক্যানই মাস্ক হয়ে উঠেছে। ছবি: রয়টার্স
-
প্যালেস্টাইনের মা সন্তানকে এভাবেই সাজিয়েছেন। ছবি: এপি
-
ভেনিজুয়েলার এক পরিযায়ী শ্রমিক এভাবেই পানির বোতল কেটে মাস্ক বানিয়েছেন। ছবি: এএফপি
-
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে এক মহিলা প্লাস্টিকের পানির বোতলকেই মাস্ক বানিয়ে নিয়েছেন।
-
চীনের ইউহান শহর। নিজেকে প্লাস্টিকেই মুড়ে নিয়েছেন এক ব্যক্তি।