কোন দেশের মাস্ক দেখতে কেমন
বিশ্বের স্বাস্থ্য সচেতন দেশের মানুষ অনেক আগে থেকেই মাস্ক ব্যবহার শুরু করেন। তবে করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী মাস্ক পরার সচেতনতা বৃদ্ধি পায়। এবার দেখুন বিশ্বের কিছু দেশের মাস্কের আকৃতি।
-
জার্মানের সরকারি স্বাস্থ্য সংস্থা এখন বলছে, করোনা ঠেকাতে মাস্ক পরা যেতে পারে। তবে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে চ্যান্সেলর মার্কেলের আলোচনায় এখনো মাস্ক পরা বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত হয়েছে। অবশ্য জার্মানির ইয়েনা শহর কর্তৃপক্ষ আগামী ৬ এপ্রিল থেকে প্রকাশ্যে ও সুপারমার্কেটে যাওয়ার সময় মাস্ক কিংবা মাস্ক হিসেবে শাল ও স্কার্ফ পরা বাধ্যতামূলক করেছে।
-
মাস্ক তৈরির টিউটোরিয়াল। ইউটিউব আর টুইটারে ঘরেই মাস্ক তৈরির উপায়ের ভিডিও আপলোড করছেন অনেকে। উপরের ছবিতে জার্মানির একটি থিয়েটারে কাজ করা ডিজাইনার কার্স্টিন বোখভকে দেখতে পাচ্ছেন। অনলাইনে তার তৈরি ভিডিও পাওয়া যাচ্ছে। তার স্টুডিওতে তৈরি মাস্কগুলো জার্মান রেডক্রস আর দমকলকর্মীদের দেয়া হয়।
-
জার্মানির হানোফারের শিল্পী মানশা ফ্রিডরিশ মাস্ক সেলাই করছেন। সব মাস্কের কোনোটিতে হাসিমুখ, কোনোটিতে প্রাণীর মুখ, এমন নানান মোটিফ ব্যবহার করেন তিনি। মানশা বলছেন, তিনি চান না করোনা তার প্রাণশক্তি নষ্ট করে দিক।
-
চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া গতমাসের মাঝামাঝি সময়ে সব পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল। ছবিতে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট (ডানে) ও প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন। অস্ট্রিয়াও সম্প্রতি শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।
-
যে কোনো ভাইরাসের বিস্তার ঠেকাতে কয়েক বছর ধরেই চীনারা মাস্ক পরছেন। করোনার আঘাত শুরুর প্রথম দিকেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল। ছবিতে শেনইয়াংয়ের মাস্ক পরা এক দম্পতিকে বসন্তের রোদে নাচতে দেখা যাচ্ছে।
-
দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। কট্টর ইহুদিরাও কঠোর নিয়ম মানতে বাধ্য হচ্ছেন। ছবিতে মাস্ক পরা এক পুলিশ কর্মকর্তাকে একজন চরম কট্টর ব্যক্তিকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিতে দেখা যাচ্ছে।
-
সুজাইয়া এলাকার এক শিল্পীকে মাস্কে ছবি আঁকতে দেখা যাচ্ছে। এভাবে তিনি প্রতিবেশীদের চাঙা রাখার চেষ্টা করছেন। গাজায় কারফিউ জারি করা হয়েছে। আর সব ধরনের ইভেন্ট বাতিল করা হয়েছে। এমনকি ইসরায়েল সীমান্তে প্রতিবছরের ৩০ মার্চ অনুষ্ঠিত হওয়া ভূমি দিবস শীর্ষক গণবিক্ষোভও এবার হয়নি।
-
ছবিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি মাস্ক ও নিরাপত্তা পোশাক তৈরি করে এমন এক কারখানা পরিদর্শনে গিয়েছিলেন। তবে সে দেশের অনেক ডাক্তার পর্যাপ্ত মাস্ক ও নিরাপত্তা পোশাক না পাওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন।