জায়গার অভাবে জাহাজে করোনার আইসোলেশন সেন্টার
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই সেখানে রাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই নিউইয়র্কে চিকিৎসার স্থানের অভাব দেখা দিয়েছি। এ কারণে নৌবাহিনীর ভাসমান হাসপাতালে তৈরি হল আইসোলেশন সেন্টার।
-
ধবধবে সাদা বিশাল জাহাজের সামনের অংশে লাল ক্রস চিহ্ন। ডকে দাঁড়ানো জাহাজের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পিপিই পরা নিরাপত্তাবাহিনী ও অ্যাম্বুলেন্স। দূরে ব্যাকগ্রাউন্ডে আইকনিক স্ট্যাচু অফ লিবার্টি। কিছুটা এমনই ছবি এখন ম্যানহ্যাটানের ডকের। নিউইয়র্কে বাড়তে থাকা করোনাভাইরাস আক্রান্তদের জন্য এখন ব্যবহৃত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আপদকালীন ভাসমান হাসপাতাল ‘ইউএসএনএস কম্ফোর্ট’।
-
নিউ ইয়র্ক শহরের সরকারি হাসপাতাল ও অস্থায়ী আইসোলেশন কেন্দ্রগুলোতে বাড়তে থাকা চাপ কমাতে প্রথমে এই ভাসমান জাহাজ আনার সিদ্ধান্ত নেয় ট্রাম্প সরকার।
-
প্রাথমিকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ছাড়া বাকি সমস্যায় ভোগা রোগিদের ভাসমান হাসপাতালে রাখার পরিকল্পনা করা হয়েছিল। এর ফলে নিউইয়র্কের হাসপাতালগুলোতে চাপ কমবে বলে মনে করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুওমো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধের পর গোটা জাহাজটি ভাসমান করোনা আইসোলেশন সেন্টারে পরিণত করা হয়।
-
তবে সোমবার ভাসমান হাসপাতাল কম্ফোর্টের এক ক্রু মেম্বারের শরীরেও কোভিড-নাইন্টিন পজিটিভ মিলেছে। সে বিষয়েই এখন চিন্তিত মার্কিন নৌবাহিনী।
-
প্রায় ৩৩ বছর আগে ১৯৮৭ সালের নভেম্বরে প্রথম হাসপাতালে পরিণত হয় ইউএসএনএস কম্ফোর্ট। এর আগে তেল বহনের জাহাজের কাজ করত এটি। যুদ্ধ বা আপদকালীন পরিস্থিতিতে দ্রæত চিকিত্সাব্যবস্থা প্রদানের জন্য এই জাহাজ রক্ষণাবেক্ষণ করত মার্কিন নেভি। প্রায় ১,০০০ টি শয্যার ব্যবস্থা রয়েছে এই জাহাজে। রয়েছে ১২টি অপারেশন থিয়েটার।
-
তাছাড়া এ জাহাজে আধুনিক হাসপাতালের সমস্ত সুবিধাই রয়েছে এই জাহাজে। এর আগে পারস্য গাল্ফ যুদ্ধ, ইরাকের যুদ্ধ, ক্যাটরিনা ঘুর্ণিঝড়ে কম্ফোর্ট ব্যবহৃত হয়েছে। এছাড়াও আরও দুই ভাসমান জাহাজ করোনা মোকাবিলায় ব্যবহৃত হচ্ছে।