চীনের সবচেয়ে প্রাচীন মসজিদ
চীনে মুসলমানরা তেমন একটা স্বাধীনতাভাবে জীবনযাপন করতে পারছেন না। তবে প্রাচীন আমল থেকে চীনে মুসলমানরা বসবাস করছেন। এবার দেখে নিন চীনের ১৩৯০ বছরের প্রাচীন ‘হুয়াইশেং মসজিদ’ নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
চীনের হুয়াইশেং মসজিদটি পৃথিবীর অতি প্রাচীন মসজিদগুলোর একটি।
-
৬২৭ হিজরি সনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা হজরত সা’দ বিন আবি ওয়াক্কাস সর্বপ্রথম এ মসজিদটি নির্মাণ করেন।
-
এ মসজিদটি ‘লাইটহাউজ বা বাতিঘর মসজিদ’ নামেও পরিচিত। এটি চীনের গুয়াংযোর প্রধান মসজিদ।
-
‘হুয়াইশেং’ শব্দটির অর্থ হলো ‘জ্ঞানী লোককে স্মরণ’ আর বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মরণে এ মসজিদটির নামকরণ করা হয় হুয়াইশেং মসজিদ।
-
চীনের তাং রাজ বংশের রাজত্বকালে এ মসজিদটি নির্মিত হয়।
-
১৩৯০ বছরের প্রাচীন এ মসজিদটি এখন পর্যন্ত অনেকবার সংস্করণ করা হয়েছে। ঐতিহাসিক এ মসজিদটি একাধিকবার সংস্কার করা হলেও এর নির্মাণে চীনের ঐতিহ্য ও স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রাখা হয়েছে।