সবচেয়ে দীর্ঘ সময়ের রোজা যেসব দেশে
সবচেয়ে লম্বা সময়ের রোজা যেসব দেশে তা নিয়ে এই অ্যালবাম।
-
আইসল্যান্ডে ২২ ঘণ্টা রোজা : আইসল্যান্ডে মাত্র ৭৭০ জন মুসলমানের বাস। আইসল্যান্ডে এবার তাদের সেহরি খেতে হচ্ছে রাত দুইটায়। আর ইফতার পরের দিন রাত ১২ টায়।
-
সুইডেনে ২০ ঘণ্টা রোজা : এ দেশে ইফতারের মাত্র চার ঘণ্টা পরই সেহরি খেতে হয়। সুইডেনের মুসলমানদের অনেক দিন সেহরির ২০ ঘণ্টা পর ইফতার খেতে হয়।
-
আলাস্কায় ১৯ ঘণ্টা ৪৫ মিনিট রোজা : এখানে কোনো কোনোদিন সূর্যোদয়ের ১৯ ঘণ্টা ৪৫ মিনিট পর সূর্য ডোবে। এত লম্বা সময় ধরে রোজা রাখা তাই অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না।
-
জার্মানিতে ১৯ ঘণ্টা রোজা : এবছর জার্মানিতে সব ধর্মপ্রাণ মুসলমানকে সেহরি খেতে হচ্ছে রাত সাড়ে তিনটায় আর ইফতার রাত দশটায়।
-
ইংল্যান্ডে ১৮ ঘণ্টা ৫৫ মিনিট রোজা : ইংল্যান্ডে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য প্রায় ২০ ঘণ্টা। রমজান শুরুর আগেই তাই মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন নামের একটি সংগঠন এত দীর্ঘ সময়ের রোজা রাখার আগে ভেবে দেখতে বলেছে।
-
কানাডায় ১৭ দশমিক ৭ ঘণ্টা রোজা : এখন প্রায় ১০ লক্ষ মুসলমান আছে কানাডায়। এবার কোনো কোনো দিন সেহরির প্রায় ১৮ ঘণ্টা পর ইফতারি খেতে হচ্ছে রোজাদারদের।
-
তুরস্কে সাড়ে ১৭ ঘণ্টা রোজা : মুসলিমপ্রধান দেশ তুরস্কেও গরমকালে রোজা রাখতে হয় খুব কষ্ট করে। এবার সেহরির প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর ইফতার করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের।