কোন দেশের ব্যাংকে কত সোনা রয়েছে
বিশ্বজুড়ে লাগামছাড়া সোনার মূল্যে বেড়েছে। ব্যাংকে সোনার মজুদের পরিমাণ দেখলেই বোঝা যায় সে দেশের আর্থিক অবস্থা। এবার জেনে নিন কোন দেশের ব্যাংকে কত সোনা রয়েছে।
-
ভারত: সোনার দাম বাড়লেও ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ব্যাংকে অনেক বেশি সোনা সঞ্চয় করেছে ভারত। ২০১৮ সালে সঞ্চিত সোনার পরিমাণ ছিল ৫৬০.৩ টন, ২০১৯ সালে সমীক্ষার রিপোর্ট জানাচ্ছে, সোনার পরিমাণ বর্তমানে ৬১৮.২ টন। সোনা সঞ্চয়ের নিরিখে ভারত বিশ্বের নবম দেশ।
-
জাপান: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানেরই। আর সঞ্চিত সোনার নিরিখে জাপান বিশ্বে অষ্টম। জাপানের সেন্ট্রাল ব্যাংকের ভল্টে সঞ্চিত সোনার পরিমাণ ৭৬৫.২ টন।
-
সুইজারল্যান্ড: সঞ্চিত সোনার নিরিখে বিশ্বের সপ্তম দেশ সুইজারল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই ইউরোপের সোনা ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই দেশ। বর্তমানে সঞ্চিত সোনার পরিমাণ ১০৪০ টন। যার বেশিরভাগই হংকং এবং চীনে সরবরাহ করা হয়।
-
চীন: ষষ্ঠ সোনার দেশ চীন। অন্য দেশ থেকে প্রচুর পরিমাণে সোনা কিনে থাকে চীন। বর্তমানে চীনের পিপলস ব্যাংকে ১৯৩৬.৫ টন সোনা সঞ্চিত রয়েছে।
-
রাশিয়া: গত সাত বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় সোনা ক্রেতা রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক। রাশিয়া প্রশাসনের তত্ত্বাবধানে ২২১৯.২ টন সোনা রয়েছে। সোনা সঞ্চয়ে রাশিয়া বিশ্বে পঞ্চম।
-
ফ্রান্স: সোনা সঞ্চয়ের নিরিখে বিশ্বের চতুর্থ দেশ ফ্রান্স। গত কয়েক বছর ধরে ব্যাংকে সঞ্চিত সোনা বিক্রি করতে শুরু করেছে ফ্রান্স। বর্তমানে তার সেন্ট্রাল ব্যাংকে ২৪৩৬.১ টন সোনা রয়েছে।
-
ইতালি: স্বর্ণ ভল্টের তালিকা অনুযায়ী বিশ্বে তৃতীয় ইতালি। তার ভল্টে ২৪১৫.৮ টন সোনা সঞ্চিত রয়েছে। এবং ইতালি বছরের পর বছর ধরে সোনার ভল্টের আকার বজায় রেখে যাচ্ছে।
-
ইতালি: স্বর্ণ ভল্টের তালিকা অনুযায়ী বিশ্বে তৃতীয় ইতালি। তার ভল্টে ২৪১৫.৮ টন সোনা সঞ্চিত রয়েছে। এবং ইতালি বছরের পর বছর ধরে সোনার ভল্টের আকার বজায় রেখে যাচ্ছে।
-
আমেরিকা: সবচেয়ে কোন দেশের ভল্টে বেশি সোনা সঞ্চিত রয়েছে আমেরিকায়। আমেরিকার ব্যাংকের ভল্টে সঞ্চিত সোনার পরিমাণ ৮১৩৩.৫ টন।