ভারতের প্রথম ১০ ধনী ব্যক্তিকে ছবিতে দেখুন
ভারতীয় অর্থনীতির জন্য ভীষণই চ্যালেঞ্জিং বছর ছিল। ফোর্বস প্রতি বছরই ধনীতমদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় দেখা গিয়েছে, একশোর বেশি শিল্পপতির সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। কিন্তু তা সত্ত্বেও কয়েকজন শিল্পপতি আবার এই মন্দার সময়েও সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন। সম্প্রতি ফোর্বস ভারতে ধনীদের একটি তালিকা প্রকাশ করেছে। প্রথম ১০ ধনী কারা দেখে নিন গ্যালারিতে।
-
এর আগের ১১ বছর ভারতের ধনীতম ব্যক্তি ছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী। এবারে সেই জায়গাটাকে নিলেন? না, মুকেশ আম্বানীকে টপকে সেই স্থান কেউ নিতে পারেননি। ২০১৯ সালেও ফোর্বসের বিচারে তিনিই ভারতের ধনীতম ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ তিন লক্ষ ৬৫ হাজার কোটি টাকা।
-
২০১৮ সালে টেক টাইকুন আজিম প্রেমজি দ্বিতীয় স্থানে ছিলেন। কিন্তু এই এক বছরে সম্পত্তির হিসাবে তার ব্যবসাকে মাত দিয়েছেন অনেকেই। তিনি পৌঁছে গিয়েছেন ১৭ নম্বরে। আর দ্বিতীয় ধনী হিসাবে উঠে এসেছে গৌতম আদানির নাম। তার সম্পত্তির পরিমাণ এক লাখ ১১ হাজার কোটি টাকা।
-
আম্বানী এবং আদানিকে অনুসরণ করে ভারতীয় ধনীদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছেন অশোক লেল্যান্ডের মালিক হিন্দুজা ব্রাদার্স। তার সম্পত্তির পরিমাণ এক লাখ ১০ হাজার কোটি টাকা।
-
চতুর্থ স্থানে রয়েছেন পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রি। তার সম্পত্তির পরিমাণ এক লাখ ছ’হাজার কোটি টাকা।
-
এই ধনীতম তালিকার প্রথম পাঁচে স্থান পেলেন কোটাক মহেন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক। তার সম্পত্তির পরিমাণ এক লাখ পাঁচ হাজার কোটি টাকা।
-
এইচসিএলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শিব নদর রয়েছেন ষষ্ঠ স্থানে। এক লাখ দু হাজার কোটি টাকা তার সম্পত্তি।
-
অষ্টম ভারতীয় ধনী হল গোদরেজ পরিবার। সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার কোটি টাকা।
-
নবম ধনী হলেন লক্ষ্মী মিত্তল। স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তলের সম্পত্তির পরিমাণ ৭৪ হাজার চারশো নব্বই কোটি টাকা।
-
এবং দশম ধনী ভারতীয় হলেন আদিত্যা বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। তার সম্পত্তির পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা।
-
২০১৯ সালে ছ’জন নিউকামার রয়েছেন এই তালিকায়। তারা অবশ্য কেউই প্রথম দশে স্থান পাননি। যেমন তালিকার ৭২ নম্বরে রয়েছেন বাইজু লার্নিং অ্যাপের স্রষ্টা বাইজু রবীন্দ্রন। তার সম্পত্তির পরিমাণ ১৩ হাজার পাঁচশো কোটি টাকা।
-
তার পর ৮৬ নম্বরে রয়েছেন মনোহর লাল এবং হলদিরামের মধূসুদন অগ্রবাল। তাদের সম্পত্তির পরিমাণ ১২ হাজার কোটি টাকা (১.৭ বিলিয়ন ডলার)। এছাড়া ১০ হাজার কোটি টাকা (১.৫ বিলিয়ন ডলার) সম্পত্তি নিয়ে জাকুয়ারের রাজেশ মেহরা রয়েছেন ৯৫ নম্বরে।
-
তারপর ৮৬ নম্বরে রয়েছেন মনোহর লাল এবং হলদিরামের মধূসুদন অগ্রবাল। তাদের সম্পত্তির পরিমাণ ১২ হাজার কোটি টাকা (১.৭ বিলিয়ন ডলার)। এছাড়া ১০ হাজার কোটি টাকা (১.৫ বিলিয়ন ডলার) সম্পত্তি নিয়ে জাকুয়ারের রাজেশ মেহরা রয়েছেন ৯৫ নম্বরে।