ভারতের সবচেয়ে ধনী পরিবারের যে নারীর অতিসাধারণ জীবনযাপন করেন
ভারতের সেরা ধনী আম্বানী পরিবারের বিলাসী জীভন সবরা জানা! মুকেশ, নীতা, ঈশা, আকাশ এদের প্রায় সকলের সম্বন্ধে জানেন বিশ্বের অনেকে। নীতা অম্বানীর কতগুলো গাড়ি রয়েছে, কার ডিজাইন করা পোশাক তিনি পরেন, সব খবর ঠিক সময়ে পৌঁছে যায় ভক্তদের কাছে। কিন্তু জানেন কি এত ধনী পরিবারের অত্যন্ত কাছের এক আত্মীয় নিতান্ত সাদামাটা জীবন কাটান। জেনে নিন তার সম্পর্কে।
-
তিনি নীতা আম্বানীর বোন মমতা দালাল। বোন মমতাকে অনেকটা নীতার মতোই দেখতে। দুই বোনের মুখের অনেক মিল রয়েছে। কিন্তু এটাও ঠিক যে মুখ দেখেই দু’জনের মাঝে লাইফস্টাইলের বিস্তর ফারাকটাও সহজেই বোঝা যায়। সাধারণত কোনও অনুষ্ঠান ছাড়া খুব বেশি সাজগোজও করেন না তিনি।
-
মুম্বাইয়েই জন্ম মমতা দালালের। মমতা লাইমলাইট থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখেন। অম্বানী পরিবারের যে কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলেও, ক্যামেরায় খুব একটা ধরা দেন না।
-
বাবা রবীন্দ্রভাই দালাল এবং মা পূর্ণিমা দালাল। তার সম্বন্ধে শুধুমাত্র এটুকু তথ্যই রয়েছে। তার পড়াশোনা, ব্যক্তিগত জীবন, বিয়ে করেছেন কি না, সন্তান রয়েছে কি না এগুলোর কিছুই জানা যায় না।
-
মমতা দালালের জীবন ধারণও একেবারেই সাধারণ। আম্বানী পরিবারের গ্লামারের ঝলক তার মধ্যে একেবারেই নেই। ২০১৯ সালে মার্চে অম্বানী পুত্র আকাশ তার ছেলেবেলার বান্ধবী শ্লোকা মেহতাকে বিয়ে করেন। সেই অনুষ্ঠানেই মা পূর্ণিমা এবং বোন মমতাকে দেখা গিয়েছিল।
-
মমতা দালাল একজন শিক্ষিকা। ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে তিনি পড়ান। নীতা আম্বানীও বিয়ের আগে শিক্ষিকা ছিলেন। এমনকি বিয়ের কয়েক বছর পর পর্যন্তও নীতা অম্বানী শিক্ষকতা করেছেন।
-
বিয়ের পর ভোগ ম্যাগাজিনে একটা সাক্ষাৎকারে আম্বানী কন্যা ইশা তার মাসি মমতা দালালের কথা উল্লেখ করেন। ইশা জানিয়েছিলেন, তার বাবা-মার বিয়ের সাত বছর পর তাদের (ইশা এবং আকাশ) জন্ম হয়।
-
আইভিএফ পদ্ধতিতে তাদের জন্ম হয়েছিল। তখন নাকি দিদা পূর্ণিমা এবং মাসি মমতা দালাল ভীষণ ভাবে সাহায্য করেছিলেন নীতাকে। মাসিই নাকি তাদের বড় করে তোলেন। ছেলেমেয়ের দেখভালের জন্য মা নীতা অম্বানীও শিক্ষকতা ছেড়ে দেন।
-
মমতা দালাল শুধু মাত্র ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকতাই করেন না, তিনি স্কুল অ্যাডমিনিস্ট্রেটরও।
-
এ ছাড়াও তিনি শচীন টেন্ডুলকারের মেয়ে এবং শাহরুখ খানের মেয়েকেও পড়িয়েছেন। তবে মমতার কাছে এটা আলাদা কোনো বিষয় নয়। সমস্ত পড়ুয়াই তার কাছে সমান, জানিয়েছেন তিনি।
-
আজকাল যখন সকলেই কমবেশি সোশ্যাল মিডিয়ায় থাকেন, মমতা দালাল কিন্তু একেবারে আলাদা। এখনও পর্যন্ত তার কোনো সোশ্যাল মিডিয়া পেজও নেই।