৯৮ ফুটবল মাঠের সমান এই বিমানবন্দর
এবার চীনে ‘তারামাছ’ (স্টারফিশ) আকৃতির বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর উন্মুক্ত করা হয়েছে। ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামের এ বিমানবন্দরটির আয়তন ৯৮টি ফুটবল মাঠের সমান অর্থাৎ ৭ লাখ স্কয়ার মিটার।
-
রাজধানী বেইজিংয়ে এ বিমানবন্দর বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
-
আগামী ১ অক্টোবর চীনা পিপলস রিপাবলিকের ৭০তম বার্ষিকী। এ নিয়ে জমকালো উৎসবকে সামনে রেখে বিমানবন্দরটি চালুর মাধ্যমে বিশ্বকে নতুন চমক দিলেন শি।
-
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানায়, দৈত্যাকৃতির এ বিমানবন্দরটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ১০০ কোটি ডলার।
-
বেইজিংয়ের উত্তর-পূর্বে যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে তাতে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় নির্মাণ করা হয়েছে স্টারফিশ আকারের নতুন এ বিমানবন্দর।
-
চীনের এ বিমানবন্দরে আছে চারটি রানওয়ে। রাজধানীর তিয়েনআনমেন স্কয়ারের প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণে বিমানবন্দরটির অবস্থান।
-
দৃষ্টিনন্দন এ বিমানবন্দরের নকশা করেছেন খ্যাতনামা স্থপতি জাহা হাদিদ।
-
কর্মকর্তারা বলছেন, উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। এ চাপ সামলানোর জন্য একটি নতুন বিমানবন্দর দরকার ছিল।
-
২০২১ সাল নাগাদ নতুন বিমানবন্দর দিয়ে বছরে চার কোটি ৫০ লাখ যাত্রী চলাচল করতে পারবে এবং ২০২৫ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়াবে সাত কোটি ২০ লাখে।
-
ইস্তাম্বুল বিমানবন্দরের পর এই বিমানবন্দরটি হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টার্মিনালের বিমানবন্দর। ড্যাক্সিং বিমানবন্দর থেকে প্রতি ঘণ্টায় ৩০০টি বিমান ছেড়ে যেতে কিংবা অবতরণ করতে পারবে।