বিশ্বের প্রথম হিজাবি সুপারমডেলের ছবি দেখুন
তিনি বিশ্বের প্রথম হিজাবি সুপারমডেল হিসেবে খ্যাতি লাভ করেছেন। দেখুন তার ছবি।
-
তার নাম হালিমা অ্যাডেন। তিনি একজন আমেরিকান ফ্যাশন মডেল। মিস মিনেসোটা ইউএসএ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সোমালি আমেরিকান হিসাবে অংশ নিয়ে এবং সেমি ফাইনালিস্ট হিসাবে আলোচনায় আসেন।
-
কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ১৯৯৭ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি।
-
হালিমা মাত্র ৬ বছর বয়সে আমেরিকা এসে মিনেসোটার সেন্ট ক্লাউডে থাকা শুরু করেন।
-
হালিমা সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
-
তিনি ২০১৬ সালে তিনি মিস মিনেসোটা ইউএসএ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে প্রথমবার প্রতিযোগী হিসাবে হিজাব ও বুরকিনি পরে প্রতিযোগিতা করেন।
-
হালিমা ফ্যাশনের আন্তর্জাতিক অঙ্গনে প্রথশ মডেল, যিনি হিজাব পরে মঞ্চে র্যাম্প করেন।
-
সাবেক এই শরণার্থী হিজাব এবং বুরকিনি পরেই সুপারমডেল হিসাবে পরিচিতি পেয়েছেন। বিশ্বের বড় বড় ফ্যাশন শো-এ অন্যতম আকর্ষণ তিনি। বিভিন্ন ম্যাগাজিন কাভার হয়েছে তাকে নিয়ে।