গাছপালার সবুজে সুসজ্জিত যে মসজিদ
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৬ মে ২০১৯
আপডেট: ০২:৩৫ পিএম, ১৬ মে ২০১৯
শিশুদেরকে মসজিদের প্রতি আগ্রহী করে তুলতে মসজিদের ইমাম পুরো মসজিদকে বনায়ন হিসেবে গড়ে তুলেছেন। বিভিন্ন প্রজাতির ফুল-ফল সমৃদ্ধ অসংখ্য গাছপালায় সুসজ্জিত এ মসজিদ। দেখুন তুরস্কের এই নজরকাড়া মসজিদের ছবি।
-
মসজিদের ইমাম এমন অভিনবভাবে মসজিদের ভেতরে ও বাহিরে নানান প্রজাতির গাছ দ্বারা তা সুসজ্জিত করেছেন, যা দেখলেই মনে হয় যেন তা একটি পরিকল্পনাধীন বনায়ন প্রকল্প।
-
তুরস্কের নেভসেহির প্রদেশের এসেনটেপ স্টোন মসজিদটি ৩০০ প্রজাতির ফুল ও ফলের গাছে সুসজ্জিত। যার প্রতিটি গাছই ফুলের টবে সাজানো।
-
মসজিদে এ বনায়ন প্রকল্পটি ইমাম আহমদ আইদেমির অক্লান্ত পরিশ্রমে বাস্তবায়িত হয়। যা তিনি ১৯৯২ সালে শুরু করেন। এটি যে মসজিদ, তা বাহির কিংবা ভেতরে প্রবেশ করে প্রথম দেখায় তা বুঝতেই পারবে না।
-
১৯৯২ সালের এ মসজিদটির ৩০০ ফুট জায়গা নিয়ে ইমাম আহমদ আইদেমির তা শুরু করেন।