যে কারণে মুসলমানদের প্রিয় হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
জাসিন্ডা আরর্ডান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে এখন পরিণত হয়েছেন বিশ্ব শান্তির দূত হিসেবে। শুধু তাই নয় তিনি এখন মুসলমানদের কাছে প্রিয় মানুষেও পরিণত হয়েছেন।
-
১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার পর নেয়া দেশটিতে মুসলমানদের জন্য বিভিন্ন দপক্ষেপ নেয়ার জন্য জাসিন্ডা প্রিয় হয়েছেন।
-
ক্রাইস্টচার্চে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার পর জেসিন্ডা আরর্ডানকে নতুন করে চেনে বিশ্ব। এই ঘটনার অভিযুক্তকে কোনো কার্পণ্য না করেই সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে অভিহিত করেন তিনি। দ্রæত অস্ত্র আইন পরিবর্তনের ঘোষণা দেন।
-
মুসলমানদের উদ্দেশ্যে জাসিন্ডা জানান, নিউজিল্যান্ড মোটেও সন্ত্রাসী দেশ নয়। এই দেশে মুসলমানসহ সব ধর্মের মানুষ স্বাধীনভাবেই থাকতে পারবে।
-
বর্ণবিদ্বেষী ডানপন্থী মতাদর্শের শেকড় উপড়ে ফেলতে বৈশ্বিক লড়াইয়ের আহ্বান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডার্ন।
-
সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে এই দিন দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমআর নামাজের আজানও সরাসরি সম্প্রচার করা হবে।
-
জাসিন্ডা আরর্ডান ক্রাইস্টচার্চের ঘটনার পর প্রতিদিনই ছুটে যাচ্ছেন নিহতদের স্বজনদের কাছে। তাদের জড়িয়ে ধরছেন, সমব্যাথী হচ্ছেন।
-
১৯ মার্চ সংসদে বক্তব্য দেন আরর্ডান। শুরুতেই সবাইকে ‘আস সালামু আলাইকুম’ বলে সম্বোধন করেন তিনি। জানান ক্রাইস্টচার্চের ঘটনায় অভিযুক্তের নামও তিনি কখনও মুখে আনবেন না।
-
মুসলমানদের সঙ্গে একাত্মতার প্রকাশ হিসেবে তিনি একাধিক দিন হিজাব পরে বেরিয়েছেন।
-
ঘটনাস্থলে গিয়ে সেখানকার মুসলমানদের সান্ত্বনা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।