বিশ্বের ব্যতিক্রমী পাঁচটি বাসস্টপেজ
বিশ্বের পাঁচটি বাসস্টপেজ নিয়ে এই অ্যালবাম।
-
ওয়াটারমেলন বাসস্টপেজ : তরমুজের খোলের আকৃতিতে নির্মিত হয়েছে এ বাসস্টপেজটি। এটি জাপানের ইশায়াতে অবস্থিত।
-
স্ট্রবেরি বাসস্টপেজ : ব্যতিক্রমী এ বাসস্টপেজটি জাপানের নাগাসাকির ইশায়া সিটিতে অবস্থিত। ১৯৯০ সালের ট্রাভেল এক্সপোর জন্য এখানে মোট ১৬টি বিচিত্র বাসস্টপেজ নির্মাণ করা হয়।
-
এয়ার কন্ডিশনড বাসস্টপেজ : দুবাইয়ের এ বাসস্টপেজটি শীতাতপ নিয়ন্ত্রিত। দুবাই হচ্ছে পৃথিবীর প্রথম শহর যেখানে ২০০৮ সালে শীতাতপ নিয়ন্ত্রিত বাসস্টপেজ চালু করা হয়।
-
স্কুলবাস বাসস্টপ : যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত এ স্কুলবাস বাসস্টপেজটি তিনটি পুরনো বাস দিয়ে তৈরি করা হয়েছে।
-
সুইং বাস বাসস্টপেজ : লন্ডনের এই বাসস্টপেজে বসে দোলনায় দুলতে দুলতে বাসের অপেক্ষা করেন যাত্রীরা। ২০০৮ সালে লন্ডনের বেশ কয়েকটি বাসস্টপেজে দোলনার ব্যবস্থা করা হয়।