বিশ্বের বিলাসবহুল ট্রেন ভ্রমণের কথা
এখনও বিশ্বের উন্নত দেশগুলোতে ট্রেন ভ্রমণ জনপ্রিয়। এবার জেনে নিন বিলাসবহুল কয়েকটি ট্রেন ভ্রমণের কথা।
-
২০১৭ সাল থেকে জাপানে চালু হয়েছে এই বিলাসবহুল ট্রেন সার্ভিসটি। এর নাম স্যুইট শিকি-শিমা। ১০টি ক্যারিজ ট্রেন নিয়ে এটি ৩৪ জন যাত্রী বহন করবে। এ আছে ডাইনিং রেস্টুরেন্ট, ব্যক্তিগত টয়লেটসহ দ্বিতল স্যুইট।
-
জাপানের আরেকটি বিলাসবহুল রেল ভ্রমণের অভিজ্ঞতা দেবে টোয়াইলাইট এক্সপ্রেস মিজুকাজি। এটিও ২০১৭ সাল থেকে চালু হয়েছে। সিগনেচার স্যুইটসহ আয়েশি বাথরুম ও অন্যান্য সুবিধা আছে এতে।
-
জাপানের সবচেয়ে অভিজাত ও বিলাসবহুল সেবা দেয় কাইয়ুশু সেভেন স্টারস নামের এই ট্রেনটি। দেশের সবচেয়ে সুন্দর অঞ্চল দিয়ে যাত্রা করে এটি। জাপানিদের কাছে এটি ভীষণ জনপ্রিয়।
-
কাইয়ুশু নামের এই ট্রেনটিতে ১২টি রুম রয়েছে যাতে দুটো করে বিলাসবহুল স্যুইট আছে।
-
লন্ডন থেকে প্যারিস, প্রাগ, ভিয়েনা এবং বুদাপেস্টে যায় বেলমন্ড ভেনিস সিম্পসন-অরিয়েন্ট এক্সপ্রেস। এটা ১৯২০ থেতে চালু হওয়া ট্রেনটি তার আভিজাত্য এখনো ধরে রেখেছে।
-
এই সার্ভিসের রেস্টুরেন্ট কারে আছে শেফের বিশেষ রেসিপি। লগদা চিংড়ি আসে ব্রিটানি থেকে। এছাড়া লবণাক্ত ভেড়ার মাংস আসে মন্ট সেন্ট মিচেল-এর রুট থেকে।
-
বেলমন্ডের পরিচালনায় আরেকটি বিলাসী রেল দ্য রয়াল স্কটসম্যান ক্লাসিক হুইস্কি ট্যুর। ৩৬ জন যাত্রী নিয়ে স্কটল্যান্ডের হাইল্যান্ড ও লোল্যান্ড ভ্রমণ করে এটি।
-
এটি দক্ষিণ আফ্রিকার রোভোস ট্রেন। ৮টি ভিন্ন রুটে চলাচল করে। ভিক্টোরিয়া ফলসসহ বেশ কয়েকটি স্থানে যায় ট্রেনটি।
-
এই ট্রেনের কাঠের স্যুইটে আরামদায়ক পরিবেশ রয়েছে। ট্রেনটিতে কমন রুমে স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহারের সুবিধা রয়েছে।
-
কানাডিয়ান পাহাড়ি এলাকা দিয়ে এই ট্রেনের চলাচল।
-
মঙ্গোলিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান এবং অন্যান্য অঞ্চল দিয়ে চলাচল করে এই ট্রেনটি।