ব্যক্তিগতভাবে গড়ে তোলা বিশ্বের ৯টি সেরা লাইব্রেরি
বই পড়া ছাড়া মানুষ পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারে না। যুগে যুগে যত জ্ঞানী-মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত লাইব্রেরি ছিল। এবার ছবিতে দেখে নিন ব্যক্তিগতভাবে গড়ে তোলা বিশ্বের ৯টি সেরা লাইব্রেরি।
-
ব্যক্তিগত এই লাইব্রেরির মালিকের নাম কানেকটিকাটে জে ওয়াকার। তার নিজের বাড়িতে ৩৬০০ বর্গফুট জায়গা নিয়ে এই লাইব্রেরি গড়ে তুলেছেন। এতে কয়েক স্তরে তাকে রাখা আছে ৩০ হাজার বই। সেই সঙ্গে এখানে আছে মানচিত্র, চার্ট এবং শিল্পকর্মসহ অনেক দুর্লভ সামগ্রী।
-
এই লাইব্রেরিটি কোস্টারিকার আর্কিটেক্ট জিয়ানি বোটসফোর্ডের ডিজাইনে নির্মাণ করা হয়েছে। এটি মূল বাড়ির ঠিক বাইরেই অবস্থিত।
-
এই ব্যক্তিগত লাইব্রেটির মালিক বিখ্যাত ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ড। প্যারিসে নিজ বাড়িতে এই লাইব্রেটি গড়ে তুলেছেন।
-
এটি চলচ্চিত্র প্রযোজক জর্জ লুকাসের ব্যক্তিগত লাইব্রেরি। দৃষ্টিনন্দন কাঁচের ছাদ আর অপূর্ব সুন্দর এই লাইব্রেরি। লাইব্রেরিটি ক্যালিফোর্নিয়ার নিকাসিয়োতে অবস্থিত।
-
সুন্দর এই লাইব্রেরিটি সুইজারল্যান্ডের জুরিখে নিজ বাড়িতে তৈরি করেছেন আর্কিটেক্ট ফার্ম ইলাইয়ের এক ডিজাইনার।
-
ব্যক্তিগত এই লাইব্রেরিটি লন্ডনে অবস্থিত। এই লাইব্রেরির কাঠের তাকে থরে থরে সাজানো অনেক মূল্যবান বই।
-
ম্যানহাটানের ১৮ মিলিয়ন ডলার মূল্যের টাউনহাইজের মধ্যে এই লাইব্রেরি। ১৯৩০ সালে এই লাইব্রেরিটি গড়ে তোলা হয়।
-
ব্যক্তিগত এই লাইব্রেরিটি গড়ে তুলেছেন জন হপকিন্স ইউনিভার্সিটির প্রফেসর রিচার্ড ম্যাকসে। এতে আছে ৭০ হাজার বই ও নানা ধরনের পাণ্ডুলিপি। এটা আমেরিকার মেরিল্যান্ডের সবচেয়ে বড় ব্যক্তিগত গ্রন্থাগারের একটি বলে বিবেচিত।
-
এই বাড়িতে ৩০ হাজার বইয়ের ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তুলেছেন লেখক আলবার্তো ম্যানগুয়েল। ফ্রান্সের লইরে নামক স্থানে অবস্থিত তার বাড়ির এই লাইব্রেরির নাম ‘দ্য লাইব্রেরি অ্যাট নাইট’।