পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলটের পূর্ণ পরিচয় জেনে নিন
ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর পাইলট উইং কমান্ডার ‘অভিনন্দন বর্তমান’কে আটক করেছে পাকিস্তান। এবার জেনে নিন অভিনন্দন বর্তমানের পূর্ণ পরিচয়।
-
ভাতীয় পাইলট অভিনন্দন বর্তমানের বাবা প্রাক্তন এয়ার মার্শাল সিম্হাকুট্টি বর্তমান। এই সিম্হাকুট্টিই মিরাজ ২০০০ যুদ্ধবিমানকে উন্নত করে কার্গিল যুদ্ধে দেশের প্রশংসা পেয়েছিলেন। তার ছেলেই হচ্ছে অভিনন্দন বর্তমান।
-
পাকিস্তানের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে, মিগ ২১ থেকে ‘ইজেক্ট’ হওয়ার পর রক্তাক্ত অবস্থায় আছেন তিনি।
-
অভিনন্দন বর্তমান ২০০৪ সালে ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন।
-
উইং কমান্ডার অভিনন্দন ভারতের চেন্নাইয়ের জলবায়ু বিহারের বাসিন্দা। কাঞ্চিপুরমের তিরুপানামুর গ্রামে তার আদি বাড়ি।
-
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন অভিনন্দন।
-
বর্তমানে পাক হেফাজতে থাকা অভিনন্দনের দ্রুত ও নিরাপদ মুক্তি দাবি জানিয়েছে ভারত।
-
নয়াদিল্লির দাবি, পাকিস্তানের একটি বিমানকে (এফ-১৬) গুলি করে নামিয়েছে ভারতের মিগ-২১ (বাইসন)। পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গানডাউন করার সময় ‘মিসিং ইন অ্যাকশন’ হয়েছেন মিগ ২১ বাইসন যুদ্ধবিমানের চালক, জানায় পররাষ্ট্রমন্ত্রী রক্তাক্ত অভিনন্দনের বিভিন্ন ছবি ও ভিডিও সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করে পাকিস্তান।
-
এক সময় ‘সুখোই’ নামের বিমানের চালক ছিলেন অভিনন্দন। অত্যন্ত ঠান্ডা মাথার হিসেবেও পরিচিত এই উইং কমান্ডার।
-
ভারতীয় প্রাক্তন বিমানসেনা প্রধান অরূপ রাহাও জানিয়েছেন, দক্ষ অফিসারদের অন্যতম অভিনন্দন তার সন্তানসম। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে বলেও উল্লেখ করেন তিনি। অভিনন্দনের বাবাও কিন্তু অত্যন্ত দক্ষ অফিসার ছিলেন।
-
১৯৯৯ সালে অভিনন্দনের বাবার নির্দেশেই গ্বালিয়র এয়ারবেসে মিরাজ ২০০০ আধুনিকীকরণের কাজ হয়। গ্বালিয়রে তখন চিফ অপারেটিং অফিসার ছিলেন সিম্হাকুট্টি। ছেলেকেও একইরকমভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন।
-
বাবা, মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন অভিনন্দন। অভিনন্দনের স্ত্রী তনভি মারওয়াহা ও বিমানসেনার কর্মকর্তা ছিলেন। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। ১৫ বছর কাজ করার পর অবসর নিয়েছেন। হেলিকপ্টার চালক হিসেবে তনভি কাজ করতেন অবসরের সময়ে। আইআইএম আমদাবাদ থেকে পড়াশোনা করেছেন তনভি।