ছবিতে দেখুন যেভাবে পকিস্তানে হামলা চালাল ভারত
পাকিস্তানে হামলার হুঁশিয়ারি আগেই দিয়েছিল ভারত। পুলওয়ামা হামলার পরেই ১২ দিন পরে পাক মাটিতে জঙ্গি ঘাটি গুড়িয়ে যোগ্য জবাব দিল ভারত। জেনে নিন যেভাবে পরিচালিত হয়েছে ভারতীয় অপারেশন।
-
আকাশে উড়ছে ভারতীয় বোমারু বিমান।
-
মোট ১২টি যুদ্ধ বিমান নিয়ে হামলা চালায় ভারত। এ বিমানের নাম মিরাজ-২০০০।
-
মুজফরাবাদ সেক্টর দিয়ে পাকিস্তানে ঢোকে ভারতীয় বিমান সেনার যুদ্ধবিমান।
-
অন্তত ১০০০ কেজি বোমা ফেলা হয় বলে জানা গিয়েছে।
-
শুধু জইশ নয়, লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের ঘাঁটিও উড়ে গিয়েছে।
-
সাড়ে তিনটে নাগাদ হামলা করা হয়।
-
অন্তত ২১ মিনিট ধরে চলে এই হামলা।
-
জঙ্গিদের লঞ্চপ্যাড, ট্রেনিং ক্যাম্প ও কন্ট্রোল রুম কার্যত ধুলিসাৎ হয়ে যায়।
-
অন্তত ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয়েছে।
-
পাকিস্তানের অন্তত ৮০ কিলোমিটারের মধ্যে ঢুকে যায় ভারতীয় যুদ্ধ বিমান।
-
পরে হামলার কথা স্বীকার করে নেয় পাকিস্তান।
-
প্রথমে মুজফরাবাদ, চটৌতিতে হামলা চালায় ভারতীয় যুদ্ধবিমান।
-
হামলার পরে সফলভাবে ফিরে আসে ভারতীয় বিমান যুদ্ধ বিমানগুলো।
-
হামলার পরেই সীমান্তে জারি হয় হাই অ্যালার্ট।
-
তবে পাকিস্তানের দাবি, কেউ হতাহত হয়নি।
-
পাকিস্তানে হামলা চালানো অবস্থায় ভারতীয় বিমান।