কিংবদন্তিরা মৃত্যুর আগে শেষ যে কথা বলেছিলেন
অনেকের মনেই প্রশ্ন জাগে মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে মানুষের ঠিক কথা চিন্তা করে। কয়েকজন কিংবদন্তির মৃত্যুর ঠিক আগ মুহূর্তের জানা যাক এবার।
-
জর্জ হ্যারিসন: তিনি মৃত্যুর আগে বলেলিছেন, ‘একে অপরকে ভালোবাসো।’
-
ফ্রিদা কাহলো: ‘তিনি বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে এই চলে যাওয়া আনন্দের, আশা করছি আর ফিরবো না।’
-
বব মার্লে: জনপ্রিয় সংগীত তারকা বব মার্লের শেষ কথা ছিল, ‘অর্থ দিয়ে জীবন কেনা যায় না।’
-
চার্লি চ্যাপলিন: বিশ্বখ্যাত এই কমেডিয়ান জীবনের শেষ মুহূর্তেও মজা করতে ভোলেননি। গির্জার পুরোহিত যখন তাকে শেষ প্রার্থনায় বলেন, ‘ঈশ্বর তোমার আত্মার শান্তি দিন, তখন চ্যাপলিন বললেন, ‘কেন নয়, যেহেতু সবকিছু তারই।’
-
আর্নেস্ট হেমিংওয়ে: নোবেল বিজয়ী সাহিত্যিক এই সাহিত্যিক আত্মহত্যার আগে স্ত্রীকে বলেছিলেন, ‘শুভরাত্রি আমার’, ‘বিড়ালছানা’।
-
ভল্ফগাং আমেডিয়াস মোৎসার্ট : ‘আমি ওষ্ঠে মৃত্যুর স্বাদ পাচ্ছি, যা অপার্থিব।’
-
লুডভিশ ফান বেটোফেন: ‘বন্ধুরা হাততালি দাও, কেননা মজা শেষ হয়ে গেছে।’
-
লিওনার্দো দা ভিঞ্চি: তিনি মৃত্যুর আগে আগে বলেছিলেন, ‘ঈশ্বর ও মানবতাকে আঘাত করেছি। কেননা আমার কাজ যতটা ভালো হওয়ার কথা ছিল তা হয়নি।’
-
আর্থার কোনান ডয়েল: মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীর দিকে তাকিয়ে বলেছিলেন, ‘তুমি ভীষণ সুন্দর।’ এ কথা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন।
-
মহাত্মা গান্ধী : ‘হে রাম’
-
প্রিন্সেস ডায়না: তিনি বলেন, ‘ওহ ঈশ্বর! ওহ ঈশ্বর।’