কাশ্মীর হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানকে যা করতে পারে ভারত
ভারতের স্বাধীনতার পর কাশ্মীরের সেনাবাহিনীর উপরে সবচেয়ে বড় আক্রমণ। ভারতের প্রধানমন্ত্রী এক প্রতিক্রিয়ায় পাকিস্তানকে এর কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছেন। পাকিস্তানকে ঠিক কী ধরনের ‘কড়া জবাব’ দিতে পারে ভারত তা জেনে নিন।
-
ইতোমধ্যেই পাকিস্তানের উপর থেকে ‘মোস্ট ফেভারড নেশন’ তকমা তুলে নিয়েছে ভারত।
-
পাকিস্তানের দিক থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া না হলে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানকে আরও বিচ্ছিন্ন করা হতে পারে।
-
শুধুই অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে নয়, সরাসরি আক্রমণের মাধ্যমেও প্রত্যুত্তর দিতে পারে ভারত।
-
সীমান্তে সরাসরি আঘাত। পাক বাহিনীকে লক্ষ্য করে গোলা-গুলি চালানো।
-
এই উপায়ে পাকিস্তানি আর্মির পোস্ট ও বাঙ্কার উড়িয়ে দেওয়া।
-
বিমান হানা। বিমানপথে সুনির্দিষ্টভাবে পাক আর্মি ইউনিট হেডকোয়ার্টার্স, ব্রিজ ইত্যাদি ধ্বংস করা।
-
লাইন অফ কন্ট্রোল জুড়ে গোপন হানা দিতে পারে ভারত। সারজিকাল স্ট্রাইকেরও কয়েকগুণ হতে পারে এই আঘাতের মাত্রা।
-
এই আঘাতের ফলে লুকিয়ে থাকা জঙ্গিদের নিকেশ করা সম্ভব হবে।
-
দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত এই ধরনের ক্ষেত্রে ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে, তা অত্যন্ত গোপন সিদ্ধান্ত। নিশ্চিত করে আগাম বলা মুশকিল। এখানে সামগ্রিক সম্ভাবনাগুলোর কথাই বলা হলো।