বিশ্বের ৭টি জীবন্ত আগ্নেয়গিরি
আপডেট: ০২:২৮ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১
বিশ্বের ৭টি জীবন্ত আগ্নেয়গিরি সম্পর্কে জেনে নিন।
-
ইতালির ‘ভিসুভিয়াস’ আগ্নেগিরিটির ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন শেষবার উদগীরণ হয়েছিল।
-
জাপানের ‘সাকুরাজিমা’ আগ্নেয়গিরিটির ছয় বছর ধরে নিয়মিত অগ্ন্যুৎপাত ঘটছে।
-
কঙ্গোর ‘নিইরাগঙ্গো’ আগ্নেয়গিরিটির প্রায় ২ কিমি চওড়া একটি লাভা লেক রয়েছে। ২০০২ সালে শেষ অগ্ন্যুৎপাতটি ঘটে। এতে প্রায় ১৪৭ জন মারা গিয়েছিল।
-
হাওয়াই দ্বীপপুঞ্জের ‘মউনা লোওয়া’ আগ্নেয়গিরিটি আকার-আয়তনে বিশ্বের সর্ববৃহৎ আগ্নেয়গিরি। এটি থেকে প্রায় সারা বছরই লাভার উদগীরণ হয়।
-
গুয়াতেমালার ‘সান্তা মারিয়া’ আগ্নেয়গিরিটির ১৯০২ সালে সবশেষ অগ্ন্যুৎপাত হয়। সেটি ছিল গত শতাব্দীর সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতগুলির অন্যতম।