ভারতকে নিয়ে পাকিস্তানের হিংসা করার ১৫ কারণ
বিধ্বস্ত অর্থনীতি, সন্ত্রাস ও রাজনৈতিক নানা সমস্যায় জর্জরিতর। ফলে পাকিস্তানের ভারতকে হিংসা করার মতো অনেক কারণই রয়েছে। তার মধ্যে ১৫ কারণ এবার জেনে নিন।
-
এক ডলারের বিনিময় মূল্য ভারতীয় মুদ্রায় সত্তর টাকার মতো। সেখানে পাকিস্তানি টাকার বিনিময় মূল্য এক ডলারে প্রায় একশো চল্লিশ টাকা।
-
গোটা বিশ্ব ভারতীয় বাজার ধরতে আগ্রহী। এক চীন ছাড়া গোটা বিশ্বে পাকিস্তানের বন্ধু রাষ্ট্রও হাতেগোনা।
-
যুদ্ধ ক্ষেত্রেও বার বার ভারতের সামনে মুখ পুড়েছে পাকিস্তানের। একাত্তরের যুদ্ধ হোক বা কার্গিল, বার বার জয়ধ্বজা উড়িয়েছে ভারতীয় সেনা।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ জয়ের পিছনে ভারতীয় সেনা এবং ভারতের অবদান অনস্বীকার্য। যে রাগ পাকিস্তানের কোনোদিনই যাবে না।
-
মহাকাশ গবেষণাতেও অনেক এগিয়ে গিয়েছে ভারত। সফল মঙ্গল অভিযান থেকে শুরু করে একের পর এক অত্যাধুনিক উপগ্রহ উৎক্ষেপণ। যা যুদ্ধ বা অন্য সময়েও পাকিস্তানের উপরে নজরদারিতে সাহায্য করে। অথচ পাকিস্তানের নিজস্ব মহাকাশ গবেষণা ভারতের ইসরোর প্রায় আট বছর আগে শুরু হয়েছিল।
-
নিজেদের দখলে কিছুটা থাকলেও তা নিয়ে সন্তুষ্ট নয় পাকিস্তান। ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরের দিকে বরাবরই যেন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তারা। আর সেই হতাশা থেকেই বার বার কাশ্মীরকে অশান্ত করার প্রয়াস।
-
সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল ভারতে। এ ধরনের স্থাপনা না থাকার হতাশায় ভুগছে পাকিস্তান।
-
ব্রিটিশ সরকার থেকে একই সময়ে রেল ব্যবস্থা হাতে পেয়েছিল দুই দেশ। সেখানে ভারতের রেল ব্যবস্থা আজ পাকিস্তানের থেকে বহুগুণ উন্নত। পাকিস্তানি সংবাদমাধ্যমেই তা স্বীকার করা হয়।
-
পাকিস্তানের বরাবরের ব্যথা বলিউড নিয়ে। পাক বিরোধী অনেক সিনেমাই ভারতে তৈরি হয়েছে, অন্যদিকে দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন বা শাহরুখ, সালমান হয়ে রণবীরের মতো নায়ক নেই পাকিস্তানের শোবিজে। বলিউড নিয়ে পাকিস্তানের হাহুতাশ হয়তো কোনোদিনই কমবে না।
-
বলিউডের মধ্যেও পাকিস্তানের একটু বেশি ব্যথা ছিল মাধুরী দীক্ষিতকে নিয়ে। তার মন জয় করা নৃত্যে গোটা ভারত মোহিত হয়ে থাকত, হতাশা বাড়ত সীমান্তের ওপারে মানে পাকিস্তানে।
-
ক্রিকেটে পাকিস্তানেরও ইমরান খানের মতো অলরাউন্ডার, জাভেদ মিয়াঁদাদের মতো ব্যাটসম্যানরা ছিলেন। কিন্তু একটা শচীন টেন্ডুলকর কোনোদিন পেল না পাকিস্তান ক্রিকেট।
-
শুধু শচীনই নয়, তারপরে এলেন বিরাট কোহলি। এমন তারকা ক্রিকেটার তাদের না থাকায় পাকিস্তানের হতাশা আরও বাড়ল।
-
ক্রিকেট দুই দেশেই ধর্মের মতো। সেখানে বিশ্বকাপে এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারত চ্যাম্পিয়নও হয়েছে দু’বার। বিশ্ব ক্রিকেটে দিন দিন দাপট বাড়ছে ভারতের।
-
শুধু ক্রিকেট কেন, এক হকি ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলাতেই ভারতের সঙ্গে পাল্লা দিতে পারছে না পাকিস্তান। অলিম্পিকেও ভারত জিতেছে মোট আঠাশটি পদক, পাকিস্তান সেখানে জিতেছে দশটি।
-
ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা আজ অনেক পাকিস্তানিরই ভরসার কারণ। তবু সেই ভারতে অস্থিরতা তৈরি করতেই মদত দেয় পাকিস্তান।