যে শহরের কোনো রাস্তার নাম নেই
শহরের প্রতিটি রাস্তা ও অলিগলির নাম থাকবে- এটাই স্বাভাবিক। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য একটি শহর আছে যার একটি রাস্তারও নাম নেই। জেনে নিন সেই শহর সম্পর্কে।
-
নামহীন রাস্তার এই শহরের হিলগারমিশেন। জার্মানির এই শহরের রাস্তাগুলোর কোনো নাম নেই।
-
হিলগারমিশেন জার্মানির একটি মিউনিসিপালিটি। ১৯৭০ সালে কতকগুলো গ্রাম নিয়ে গঠিত হয়েছিল বার্লিন থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের এই উপ-শহর।
-
সব মিলিয়ে দু’হাজার ২০০ মানুষের বাস এলাকায়। সেখানে শুধুমাত্র গ্রামের নাম আর বাড়ির নম্বরের সাহায্যে গন্তব্যে পৌঁছনো যথেষ্ট সময়সাপেক্ষ এবং অসুবিধাজনক।
-
সব মিলিয়ে দু’হাজার ২০০ মানুষের বাস এলাকায়। সেখানে শুধুমাত্র গ্রামের নাম আর বাড়ির নম্বরের সাহায্যে গন্তব্যে পৌঁছনো যথেষ্ট সময়সাপেক্ষ এবং অসুবিধাজনক।
-
তাই স্থানীয় মানুষদের পাশাপাশি জরুরি পরিসেবা, যেমন দ্রুত রোগীর কাছে অ্যাম্বুলেন্স পৌঁছনো, ফুড ডেলিভারির মতো পরিসেবা এবং পর্যটকদের সুবিধার জন্য স্থানীয় কাউন্সিল রাস্তার নামকরণের সিদ্ধান্ত নেন।
-
কিন্তু নামকরণের এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। নিজেদের শহর নিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য গণভোটের ব্যবস্থা করে কাউন্সিল। গত রোববার গণভোট হয়। বাসিন্দারা সকলেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে ভোট দেন।
-
কিন্তু নির্বাচনের ফলে তাজ্জব হয়ে যায় কাউন্সিল। ২,২০০ বাসিন্দার অধিকাংশই রাস্তার নামকরণের বিরুদ্ধে ভোট দিয়েছেন!
-
বাসিন্দাদের ৬০ শতাংশই চান না এলাকায় কোনো রাস্তার নামকরণ করা হোক। তবে সরকারিভাবে নামকরণ না হলেও নামকরণের পক্ষে মত দেওয়া ৪০ শতাংশ ইতিমধ্যেই বেশ কিছু রাস্তার নাম দিয়ে ফেলেছেন।