বিশ্বের নজরকাড়া ১১ নদী
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯
আপডেট: ০৭:৫৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯
নদী হচ্ছে প্রতিটি দেশের প্রাণ। সেই সঙ্গে প্রকৃতির অন্যতম উপহার। নদীর দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কবি-সাহিত্যিকরা নদীকে নারীর সঙ্গে তুলনা করেন। এবার বিশ্বের নজরকাড়া ১০টি নদীর ছবি দেখুন।
-
নজরকাড়া এই নদীটির নাম কেনাই নদী। এটি আলাস্কার অন্যতম নদী।
-
এটি বিখ্যাত ইরাবতী নদী। মিয়ানমার দিয়ে এ নদীটি প্রবাহিত হয়েছে।
-
এটি চীনের ইয়াংজি নদী।
-
ইতিহাসের পাতায় স্থান পাওয়া রাইন নদী এটি। এটি ইউরোপের অন্যতম নদী।
-
দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং নদী এটি।
-
দোউরো নদী, পর্তুগাল।
-
নজরকাড়া এ নদীটির নাম নেরিতভা নদী। বসনিয়া ও হার্জেগোভেনিয়া রয়েছে এ নদীটি।
-
দানিউব নদী, ইউরোপ।
-
স্প্রি নদী, জার্মানি।
-
বিশ্ববিখ্যাত নীল নদ এটি। মিসর দিয়ে প্রবাহিত হয়েছে এ নদীটি।