দুবাইয়ের চোখ ধাঁধানো বিস্ময়কর যত স্থাপনা
প্রকাশিত: ০৩:২২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯
আপডেট: ০৩:২২ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯
আধুনিক স্থপত্য শিল্প ব্যবহার করে দুবাইয়ে নির্মাণ করা হয়েছে চোখ ধাঁধানো অনেক স্থাপনা। এবার দেখুন দুবাইয়ের বিস্ময়কর কয়েকটি স্থাপনার সৌন্দর্য।
-
স্থপত্য শিল্পের অন্যতম বিস্ময় বুর্জ আল খলিফা। দুবাইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। এর উচ্চতা ২৭১৬ ফুট।
-
বুর্জ আল খলিফার ওপর থেকে নিচের দৃশ্য।
-
বুর্জ আল-আরব সংযুক্ত আরব আমিরাতের দুবাইয় অবস্থিত একটি হোটেল। এটি বিশ্বের ৪র্থ সুউচ্চ হোটেল। আরবের পুরনো পালতোলা জাহাজের কাঠামোর অনুকরণে বানানো ভবনটি। এটি আরবের ঐতিহ্যের প্রতীক।
-
সায়ান টাওয়ার। এটি দুবাইয়ের আরেকটি বিস্ময়কর স্থাপনা।
-
দুবাইয়ের আরেকটি আশ্চর্য স্থাপনা প্যাঁচানো সায়ান টাওয়ার (ডানে)।
-
দুবাই এক্সপোতে ২০২০ সালে এমন প্যাভেলিয়ন নির্মিত হবে।
-
২০২০ সালে দুবাই এক্সপো উপলক্ষে নির্মিত আরও একটি স্থাপনা।