বরফে ঢাকা চোখজুড়ানো নায়াগ্রা জলপ্রপাত
বরফে ঢেকে গেছে নায়াগ্রা জলপ্রপাত। কানাডার হাড়কাঁপানো ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাতের পানি। নায়াগ্রা জলপ্রপাতে বেড়াতে গিয়ে চোখধাঁধানো সব ছবি তুলেছেন পর্যটকরা।
-
নায়াগ্রার পানি বরফ হয়ে জমে গিয়েছে। চারদিকে শুধু আর সাদা সাদা।
-
এমা গ্রাফহাম নামের এক পর্যটক নায়াগ্রা ফলসের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
-
আর এক পর্যটকও শেয়ার করেছেন ছবি। তিনি আবার লিখছেন, ‘মাত্র ১৫ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। মাইনাস ২৫ ডিগ্রিতে আমি থরথর করে কাঁপছিলাম।’
-
টরন্টোয় তাপমাত্রা এই মুহূর্তে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। রাতের দিকে তাপমাত্রা মাইনাস ৩৮ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে।
-
তবে নায়াগ্রা জলপ্রপাতের কিছু কিছু জায়গা বরফে মুড়ে থাকলেও সম্পূর্ণভাবে বরফাবৃত হয়নি নায়াগ্রা জলপ্রপাত। পুরোপুরিভাবে এই জলপ্রপাত জমে বরফ হয়ে গিয়েছিল ১৮৪৮ সালে।
-
প্রতি বছরই এই জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ নায়াগ্রা জলপ্রপাতের খুব সামান্য কিছু অংশ বরফাবৃত হয়। ২০১৭ সালেও নায়াগ্রা জলপ্রপাতের বেশ কিছু অংশ বরফে ঢেকে গিয়েছিল।
-
নায়াগ্রা জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে তিন হাজার টন জল বয়ে যায়। হাড় কাঁপানো ঠান্ডায় সেই পানি পড়ার সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে।
-
শুধু নায়াগ্রা জলপ্রপাত নয়। এই জলপ্রপাতের সঙ্গে সঙ্গেই বরফে জমে গিয়েছে কানাডার বেশ কিছু শহর।