গরমে ইউরোপ ভ্রমণ
ভূমধ্যসাগর সংলগ্ন স্পেন থেকে গ্রিস পর্যন্ত ইউরোপের ১০টি উষ্ণতম শহরের বার্ষিক গড় তাপমাত্রা সাধারণত ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে থাকে। তাই তাদের বাসাগুলোতে গরম নিবারণের জন্য বিশেষ কোন ব্যবস্থ্যা নেই। দেখুন গরমে ইউরোপ ভ্রমণের কিছু ছবি।
-
আমস্টারডামের সাইকেল প্রিয় মানুষগুলো সুযোগ পেলে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়ে। এই গরমেও তার ব্যতিক্রম হয়নি। গরমের মধ্যে তাদের শহরের মধ্যে থাকা বিশাল পার্কে তারা বেড়িয়ে পড়ে সময় কাটাতে। ছবি : মোহাম্মদ মাহাভি
-
আমস্টারডামের গড় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস পার হয়নি কখনোই, কিন্তু এবারের অবস্থা উল্টা। গড় তাপমাত্রা কম থাকার জন্য তারা বাসায় এয়ার কুলিং-এর মত তেমন কোন ব্যবস্থা রাখেনা। তাই অনাকাঙিক্ষত গরমে খোলা পার্কই ভরসা। ছবি : মোহাম্মদ মাহাভি
-
১৬৫ খাল নিয়ে আমস্টারডামকে ভাসমান শহর বলা হয়ে থাকে। এই খালের পাড়ে বসলে যে কারোরই মন ভাল্কো হয়ে যাবে। কিন্তু খালপাড়ের গরম ছিলো এবার আরো বেশি। জলীয় বাষ্পের জন্য এখানের গরম ছিলো ভ্যাপসা প্রকৃতির। ছবি : মোহাম্মদ মাহাভি
-
সাইকেলের শহর আমস্টারডামে সাধারণত সন্ধ্যার পর সাইকেল নিয়ে ঘুরতে দেখা যাওয়া মানুষের পরিমাণ কম। কিন্তু এবারে অনেক বেশি সাইকেলের আনাগোনা দেখা গেছে সন্ধ্যা নামতেই। ছবি : মোহাম্মদ মাহাভি
-
হঠাৎ বৃষ্টির জন্য আমস্টারডামের একটা কুখ্যাতি নাকি আছে পর্যটক মহলে। কিন্তু এবারে বৃষ্টির মেঘতো দূরে থাক। সামান্য ছায়া দেবার মত মেঘ পাওয়াই ছিলো দুষ্কর। ছবি : মোহাম্মদ মাহাভি
-
সন্ধ্যার অনেক পর পর্যন্ত এমন নীলাভ আকাশ থাকে ইউরোপের অনেক দেশে। এই সময়টাকে টোয়ালাইট বলা হয়ে থাকে। সূর্যাস্তের পরে এই সময় থেকেই সব কিছু ঠান্ডা হতে থাকে। কিন্তু এবারে তার কোন বালাইই ছিলো নাহ । ছবি : মোহাম্মদ মাহাভি
-
আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের ক্যানালের পাড়ে মধ্যরাত পর্যন্ত বসে থেকেও সামান্য মেঘ বাঁ বাতাসের দেখা পাওয়া যায়ানি এবার। যেখানে মেঘ ছাড়াই নাকি বৃষ্টি দেখা যায় আমস্টারডামে। ছবি : মোহাম্মদ মাহাভি