পৃথিবীর সেরা সুন্দর ১০টি গ্রাম
‘গ্রাম প্রভুর সৃষ্টি আর শহর মানুষের সৃষ্টি’-এ কথাটির প্রমাণ মেলে গ্রাম ও শহরের পার্থক্য নির্ণয় করলে। যতই চেষ্টা করা হোক গ্রামের মত অপূর্ব সুন্দর করে শহর তৈরি করা যায় না। এবার দেখুন পৃথিবীর সেরা ভীষণ সুন্দর ১০টি গ্রাম।
-
এটি নরওয়ের লোফোটেন দ্বীপমালার একটি গ্রাম। এর মান রেইনে। জেলেদের এ গ্রাম অপূর্ব সুন্দর। এই গ্রাম থেকে নর্দান লাইটস দেখা যায়।
-
এটি তাইওয়ানের একটি সুন্দর গ্রাম। এখানকার রেইনবো ভিলেজ শিল্পী হুয়াং ইয়ুং-ফু এ গ্রামকে দিয়েছেন স্বপ্নের রং।এটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র।
-
এই গ্রামটি অস্ট্রিয়ান। গ্রামটির নাম হালস্টাট। হলসটাটার সি লেক এবং ড্যাচেস্টেইন পাহাড়ের মাঝে অবস্থিত। ফেরিতে উঠে চক্কর দিলে মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়বে।
-
মাল্টার পপাই নামের এই গ্রামটি তৈরি করা হয় ১৯৮০ সালে। প্রায় ২ হাজার গ্যালন রং ব্যবহার করা হয় এটি তৈরি করতে।
-
সুইজারল্যান্ডের ওয়েনগেন গ্রামটি এমনই এক দারুণ সুন্দর গ্রাম। এটি দেখতে বিভিন্ন দেশের পর্যটকরা দেখতে আসেন।
-
দক্ষিণ কোরিয়ার গাইয়ংসাংবুক-দো গ্রামটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে। বলা হয়, এ গ্রামটির সৃষ্টি পদ্মপাতার আকৃতি দিয়ে।
-
হল্যান্ডের এই গ্রামটি ‘ডাচ ভেনিস’ নামে পরিচিত। ওভারিজেসেল ক্যানাল সিস্টেমের মধ্যভাগে অবস্থিত।
-
স্পেনের আন্দালুসিয়ার ভ্যালে ডেল জেনালে অবস্থিত গ্রামটিরনাম জাজকার। ২০১১ সালে এখানে ‘দ্য স্মার্ফ থ্রি ডি’ সিনেমাটি তৈরি হয়।
-
দক্ষিণ আফ্রিকার কেপটাউনের অদ্ভুত সুন্দর একটি গ্রাম এটি। এর নাম কাল্ক বে। এখানে প্রচুর সামুদ্রিক খাবার পাওয়া যায়।
-
জার্মানির এই গ্রামটির নাম ব্রেম। এইটি বিখ্যাত মদ তৈরির জন্য। যেকোনো অভিযাত্রীদের কাছে আকর্ষণীয় একটি স্থান।