লংকাবির ক্যাবল কারে রোমাঞ্চকর ভ্রমণ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে উত্তর পশ্চিমে লংকাবির ক্যাবল রয়েছে।
-
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে উত্তর পশ্চিমে থাইল্যান্ড সীমান্তে লংকাবি দ্বীপটি অবস্থিত। মালয়েশিয়া থেকে ছবি পাঠিয়েছেন আহমাদুল কবির।
-
লংকাবির দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল কেবল কার বা ঝুলন্ত গাড়ি। প্রতিদিন হাজার ভ্রমণ পিপাসুর মিলনমেলা বসে এই দ্বীপে। ছবি : আহমাদুল কবির, মালয়েশিয়া।
-
লংকাবির ক্যাবল কারটি তিনটি স্তরে ভাগ করা। এ স্তরগুলো হচ্ছে,-বেস স্টেশন বা মূল স্টেশন, মিডেল স্টেশন বা মাঝের স্টেশন এবং টপ স্টেশন বা সর্বোচ্চ স্টেশন। ছবি : আহমাদুল কবির, মালয়েশিয়া।
-
ক্যাবল কারের টিকেট মূল্য মালয়েশিয়ার মুদ্রার ৩৫ রিংগিত। প্রতিটি কেবল কারে ৬জন করে বসা যায়। ছবি : আহমাদুল কবির, মালয়েশিয়া।
-
ক্যাবল কারের পুরো পথ হল ৯৫০ মিটার যা পৃথিবীর মধ্যে সব চেয়ে লম্বা দৈর্ঘ্যের।এটি ভ্রমণে রোমহর্ষক অভিজ্ঞতা লাভ কার যায়। ছবি : আহমাদুল কবির, মালয়েশিয়া।