বিশ্বের সবচেয়ে সুন্দরীরা যেখানে বাস করে!
আফগানিস্তান ও চীনের সীমান্ত লাগোয়া পাকিস্তানের একেবারে উত্তর দিকের অংশ হানজা উপত্যকা। এই অঞ্চলের সুন্দরী নারীদের সম্পর্কে চালু রয়েছে নানা কথা, নানা মিথ।
-
বিশ্বের সবচেয়ে সুন্দরীরা হানজা উপত্যকা বসবাস করছে। এই পাক সুন্দরী নারীরা ৬৫ বছর পর্যন্ত নাকি সন্তানের জন্ম দেন।
-
সুন্দরীদের এমন উপস্থিতি হানজা উপত্যকা ও তার আশপাশের পাহাড়ি এলাকা এক অপরূপ দৃশ্যরূপের জন্ম দেয়।
-
শুধু ভূপ্রকৃতি নয়, মনে করা হয়, এই এলাকার মহিলারাও পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী।
-
শিশুকাল থেকেই এদের সৌন্দর্য হয়ে ওঠে অতুলনীয়।
-
এখানকার এই অপরূপ সুন্দরী মহিলাদের জীবনীশক্তি নাকি অনেক বেশি, এরা নাকি গড়ে ১২২ বছর পর্যন্ত বাঁচেন- এমনটাই চালু ধারণা।
-
অনেক বেশি বয়স পর্যন্ত এরা সন্তান ধারণে সক্ষম থাকেন বলে প্রচলিত মত। ৬০ বা ৬৫ বছর বয়সেও সন্তানের জন্ম দেওয়ার মতো কথা চালু আছে।
-
এই এলাকার মানুষজনের শিক্ষাগত যোগ্যতার হার ৯০ শতাংশের উপরে বলে জানা গিয়েছে।
-
হানজা উপত্যকার সার্বিক সৌন্দর্য এবং নারীদের রূপ পর্যটকদের আকৃষ্ট করে।