চালু হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সেতু
চীন প্রযুক্তিসহ সব দিক থেকে বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে। এবার চীন তৈরি করেছে পৃথিবীর দীর্ঘতম সেতু।
-
বুধবার খুলে যাচ্ছে দুনিয়র দীর্ঘতম সেতু হংকং-ঝুহাই-ম্যাকাও ব্রিজ। এটি হংকংয়ের সঙ্গে জুড়ে দেবে চীনের মূল ভূখণ্ডকে। তিন ঘণ্টার রাস্তা পাড়ি দেওয়া যাবে মাত্র ৩০ মিনিটে।
-
৫৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি জুড়ে দেবে চীনের ঝুহাই ও হংকং ও ম্যাকাওকে। ২০০৯ সালের ডিসেম্বরে সেতুটি তৈরির কাজ শুরু হয়।
-
সেতুটি সমুদ্রের মধ্যে রয়েছে ২২.৯ কিলোমিটার। সমুদ্রের নিচে রয়েছে ৬.৭ কিলোমিটার টানেল। সেতুটির বাকি অংশ মাটির ওপরে।
-
সমুদ্রের মধ্যে সেতুটির যে অংশ রয়েছে তা খাড়া করা হয়েছে ৩৩টি ফাঁকা ব্লকের সাহায্যে। এর এক একটির ওজন ৮০,০০০ টন।
-
সেতুটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ৪০০০০০ টন ইস্পাত। রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পতেও এটির কোনো ক্ষতি হবে না। বড় কোনো পণ্যবাহী জাহাজ ধাক্কা দিলেও কিছু হবে না।
-
সেতুটি তৈরি করতে সময় লেগেছে ৯ বছর। খরচ হয়েছে ২০ বিলিয়ন মার্কিন ডলার।