নোবেল পুরস্কারপ্রাপ্ত নাদিয়ার যৌনদাসী থাকার কাহিনি
আইসিস (ইসলামিক এস্টেব অব সিরিয়া) শিবিরের যৌনদাসী থেকে শান্তিতে নোবেল পেলেন নাদিয়া মুরাদ। জেনে নেয়া যাক তার যৌনদাসী থাকার সংগ্রামের কাহিনি।
-
আইসিসের কাছে ধর্ষিতা হয়েছেন দিনের পর দিন। সেই খাদের মুখ থেকে ফিরে বিশ্বে শান্তি ফেরানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন নাদিয়া মুরাদ।
-
তার লড়াইকে সম্মান জানালো নোবেল পুরস্কার কমিটির। তিনি এবারের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করলেন।
-
২০১৪ সালে মাত্র ২৪ বছর বয়সে আইসিস জঙ্গিদের দ্বারা অপহৃত হয়েছিলেন নাদিয়া।
-
যৌনদাসী হিসেবে কাটাতে হয়েছে আইসিস শিবিরে।
-
সেই শিবিরের কথা শুনলে শিউরে উঠতে হয়। কয়েক হাজার তরুণীর মতো নাদিয়াকেও ধর্ষিত হতে হয় জঙ্গিদের খেয়ালখুশি মতো।
-
প্রথমবার শিবির থেকে পালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন। অত্যাচারের মাত্রাও বেড়ে গিয়েছিল।
-
শেষ পর্যন্ত সফলভাবে পালাতে সক্ষম হন তিনি।
-
গোটা বিশ্বে ইয়াজিদি আন্দোলনের মুখে মুখে নাদিয়ার নাম।
-
পালিয়ে যাওয়ার পরে ইয়াজিদি জনগোষ্ঠীর দুর্দশার কাহিনি তুলে ধরার জন্য নাদিয়া গড়ে তোলেন তার সংগঠন- ‘নাদিয়াস ইনিশিয়েটিভ’।
-
আন্তর্জাতিক অপরাধ আদালতে নাদিয়া আইসিসের বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন নিজের মতো করে।
-
নাদিয়ার লড়াই বর্তমান বিশ্বে শোষিত মহিলাদের কাছে অনুপ্রেরণা স্বরূপ।
-
মেসি-সুয়ারেজদের সঙ্গে নাদিয়া।
-
জাতিসংঘের মাদক ও অপরাধ বিরোধী অফিসের শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন নাদিয়া।
-
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ মার্ক আয়রল্টের সঙ্গে নাদিয়া।