বিশ্বের প্রথম মাটির নিচের ১৬ তলা হোটেল
বিশ্বের নানাপ্রান্তে কত কিছু তৈরি হচ্ছে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে। এবার চীনে নির্মাণ হয়েছে মাটির নিচে ১৬ তলা হোটেল এবং এর ২ তলা মাটির উপরে। এবার দেখুন ১৮ তলা হোটেলের ছবি।
-
হোটেলের নাম ‘তিয়ানমা পিট হোটেল’। আন্তর্জাতিক পরিমণ্ডলে এর পরিচিতি ‘ইন্টার কন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারন্যান্ড হোটেল’।
-
মোট ১৮ তলার এই হোটেলের ১৬টি তলাই রয়েছে মাটির নিচে। জানা গিয়েছে, চলতি মাসেই উদ্বোধন করা হবে এই হোটেল।
-
চীনের সাংহাই থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে, জনবসতিহীন শেংকেং কোয়্যারি অঞ্চলে তৈরি হয়েছে এই হোটেল।
-
প্রায় ১০ বছর সময় লেগেছে এই হোটেল তৈরি করতে। এবং প্রায় ৫০০০ স্থপতি কাজ করেছেন এই ‘বিস্ময়’ তৈরি করতে।
-
একটি কৃত্রিম জলপ্রপাত তৈরি করা হয়েছে হোটেলের মাঝখানে, যার পানি সোজা গিয়ে মেশে সেখানের পুলের সঙ্গে।
-
হোটেলের নীচের দুটি তল তৈরি করা হয়েছে জলের তলায়। এই ঘরগুলো থেকে বাইরেরটা মনে হয় এক বিশাল অ্যাকুরিয়াম।
-
এই হোটেলে ব্যবহৃত ইলেকট্রিসিটি তৈরি হয় সোলার ও জিওথার্মাল পাওয়ার থেকে।