ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় ধ্বংসস্তূপ
ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। এখন পর্যন্ত প্রায় ৪শ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
-
শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। সুনামির ফলে সৃষ্ট ছয় থেকে সাত ফুট উঁচু ঢেউ সুলাওয়েসির পালু শহরকে ভাসিয়ে নিয়ে গেছে।
-
নিহতদের উদ্ধার করা হচ্ছে।
-
ভূমিকম্প ও সুনামিতে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে।
-
ভূমিকম্পে একটি মসজিদসহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে সুনামির বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা গেছে, আতঙ্কিত লোকজন ভয়ে চিৎকার করে কাঁদছে, কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় পালিয়ে যাচ্ছে।
-
আহত একটি শিশুর চিকিৎসা সেবা দেয় হচ্ছে।
-
নিহতদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
-
ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাতের (আফটার শক) কারণে ক্রমাগত কাঁপছে সুলাওয়েসি শহর। কয়েকশ বাড়ি, হাসপাতাল এবং শপিং সেন্টার ধ্বংস হয়ে গেছে।
-
খোলা আকাশের নিচে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
-
সুনামির পর ইতোমধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে এবং যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।
-
নিহত একটি শিশুকে ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।
-
ভূমিকম্প ও সুনামিতে হতাহতদের উদ্ধার অভিযান চলছে।