চোখজুড়ানো কাশ্মির
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮
আপডেট: ০৬:৪১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮
কাশ্মিরের নয়নজুড়ানো সৌন্দর্যের কারণেে একে ভূস্বর্গ বলা হয়। সত্যিই কাশ্মিরের সৌন্দর্য দেখলে নিমেষেই চোখজুড়িয়ে যাবে।
-
সবুজ মাঠ আর পাহাড়ি গাছপালা আকাশের নীলিমা ছুঁতে চাইছে। ছবি : তাসিকুল হক
-
কাশ্মিরের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন পর্যটকরা। ছবি : তাসিকুল হক
-
পাথুরে স্বচ্ছ জল বয়ে চলছে, এ জলের সৌন্দর্যে মুগ্ধ হতে হয়। সেই সঙ্গে পাহাড়ি গাছের মায়া মনকে ভালো করে দেবে। ছবি : তাসিকুল হক
-
পাহাড় আর মেঘের মিতালি। ছবি : তাসিকুল হক
-
মেঘে ঢাকা চারদিক। মেঘ ঢেকে রেখেছে একখণ্ড সবুজ ভূমিকে। ছবি : তাসিকুল হক
-
কাশ্মিরের এই সৌন্দর্য দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। ছবি : তাসিকুল হক
-
কাশ্মির সত্যিই পৃথিবীর অন্যমত সৌন্দর্যের লীলাভূমি। ছবি : তাসিকুল হক