স্মরণে মাদার তেরেসা
আজ বিশ্ব মানবতার জননী খ্যাত মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী। এবারের অ্যালবামে থাকছে মাদার তেরেসার দুর্লভ কিছু ছবি।
-
১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর মাদার তেরেসা ইহলোক ত্যাগ করেন। ১২৬ দেশে ৪০০০ সিস্টার ৩০০ ব্রাদার মোট ৬১০ টি মিশনে তখন তার অসমাপ্ত কাজে ব্রতী, সেবায় মশগুল।
-
অন্তিম শয্যায় মাদার। প্রার্থনায় মগ্ন মিশনারিজ অফ চ্যারিটির সিস্টাররা।
-
মাদার তেরেসাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
-
১৯৭৬ সালে বিশ্বভারতীর সমাবর্তনে মাদার তেরেসা। তাকে সম্মাননা প্রদান করছেন ইন্দিরা গান্ধী।
-
বেঙ্গল চেম্বার অফ কমার্সের অ্যানুয়াল জেনারেল মিটিং-এ জ্যোতি বসুর সঙ্গে মাদার তেরেসা।
-
বাবরি মসজিদ বিতর্কের সময়ে পথে নেমে শান্তির বার্তা দিচ্ছেন মাদার।
-
নোবেল শান্তি পুরস্কারের পরে মাদার তেরেসা।
-
মাদার তেরেসার সঙ্গে মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ১৯৯৫ সালে তোলা ছবি হয় এই ছবি।
-
১৯৯২ সালে মাদারের সঙ্গে একান্ত আলাপে লেডি ডায়না।
-
মাদার তেরেসাকে নিয়েই লেখা বই নেড়েচেড়ে দেখছেন নিজেই।