যেভাবে নতুন গিলাফে সাজানো হলো কাবা শরিফ
প্রতি বছর হজের সময় পরিবর্তন করা হয় পবিত্র কাবা শরিফের গিলাফ। সেই ধারাবাহিকতায় এবারও পরিবর্তন করা হয় গিলাফ। দেখুন গিলাফ পরিবর্তনের বিশেষ কিছু মুহূর্ত।
-
সুপ্রাচীন প্রথা অনুযায়ী পবিত্র হজের দিন এ গিলাফ পরিবর্তন করা হয়। সেদিন বাইতুল্লাহ চত্বরে ভিড় থাকে কম। এ সুযোগেই সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাবা শরিফে নতুন গিলাফ পরিয়ে থাকেন।
-
৬৭০ কেজি রেশম, ১৫০ কেজি সোনা ও রুপার তার, ৪৭ থান সিল্কের কাপড় সমন্বয়ে দক্ষ কারিগরের সহযোগিতায় নির্মিত হয় কাবার ‘কিসওয়া’ বা গিলাফ। কাবা শরিফের গিলাফের মোট আয়তন ৬৫৮ বর্গ মিটার।
-
পবিত্র কাবা শরিফের গিলাফের মধ্যে কুরআনের আয়াতের ক্যালিগ্রাফিগুলোকে নিখুঁতভাবে স্বর্ণের প্রলেপযুক্ত তার দিয়ে সেলাই করা হয়।
-
পরিবর্তনের সময় কাবা শরিফের গিলাফ নিচ থেকে তিন ফুট গুটিয়ে রাখা হয়। আর ভাঁজ করে রাখা গিলাফকে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়। কারণ হাজিরা গিলাফের মধ্যে ঢুকে যায়। আর এমনটি ইহরামে পরিপন্থী কাজ।
-
গিলাফ পরিবর্তনের কাজে ব্যস্ত কর্মীরা।
-
আজ বাদ ফজর পরিবর্তন করা হলো পবিত্র কাবা শরিফের গিলাফ।
-
এ কাজে নেতৃত্ব দেন হারামাইন আশ-শরিফাইন এর সম্মানিত প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস।