বর্ণাঢ্য জীবনের অধিকারী কফি আনানের বিদায়
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মৃত্যু বরণ করেছেন। সুইজারল্যান্ডে জাতিসংঘের সপ্তম এই মহাসচিব ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন।
-
জাতিসংঘের প্রধান হিসেবে মানবিক কাজের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ঘানার বংশোদ্ভূত কফি আনান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কফি আনান। তিনিই প্রথম কোনো আফ্রিকান; যিনি বিশ্বের শীর্ষ সংগঠন জাতিসংঘের নেতৃত্ব দিয়েছেন ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত।
-
বলিভিয়ার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে একটি অনুষ্ঠানে কফি আনান। পরবর্তীতে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করেন তিনি। জাতিসংঘের প্রধান হিসেবে আনান যখন দায়িত্ব পালন করেন; সেই সময় ইরাক যুদ্ধ এবং বিশ্বজুড়ে এইচআইভির প্রকোপ বেড়ে যায়।
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনান। কফি আনান ছিলেন বৈশ্বিক এক রাজনীতিক; যিনি সুন্দর ও শান্তিপূর্ণ বিশ্বের জন্য সারাজীবন লড়াই করে গেছেন। জাতিসংঘের নেতৃত্বকালীন ও কর্মজীবনে তিনি ছিলেন শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার ও আইনের শাসনের চ্যাম্পিয়ন ছিলেন।
-
মিয়ানমারের নেতা অং সান সুচির সঙ্গে কফি আনান।
-
ফিলিস্তিনের গণমানুষের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে হাস্যোজ্জ্বল কফি আনান।
-
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক বৈঠকে কফি আনান।