ভারতের মানুষ অটল বিহারী বাজপেয়ীকে যে ১২টি কারণে ভুলতে পারবে না
ভারতের ইতিহাসে যে কয়জন প্রধানমন্ত্রী অমর হয়ে থাকবেন তাদের মধ্যে অটল বিহারী বাজপেয়ী অন্যতম। এবার জেনে নিন ভারতের মানুষ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে যে ১২টি কারণে ভুলতে পারবে না।
-
কংগ্রেস ছাড়া দেশ চলে না। এই মিথ ভেঙে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পাঁচ বছর অকংগ্রেসী সরকার চালিয়েছেন।
-
বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে বিভিন্ন সিদ্ধান্তে বুঝিয়ে দিয়েছেন তিনি সরকারের প্রধান। রাজনৈতিক দলের নন।
-
তিনিই ভারতের প্রথম বিদেশমন্ত্রী যিনি জাতিসঙ্গে হিন্দিতে ভাষণ দেন। সেদিন গোটা ভারত জয়ধ্বনি করেছিল তার জন্য।
-
আমাদের হাতে পরমাণু বোমা। পোখরানে পরীক্ষামূলক বিস্ফোরণের সিদ্ধান্তে বার্তা পেয়েছিল গোটা বিশ্ব।
-
রাজীব গান্ধীর আমলে শুরু হয় ভারতের টেলিকম যাত্রা। আর বাজপেয়ী সরকার টেলিফোন যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, তার উদ্যোগ নেন।
-
অটলবিহারী বাজপেয়ীর আমলেই শুরু হয় ‘সর্বশিক্ষা অভিযান’ প্রকল্প। প্রাথমিক শিক্ষার জন্য সেটা ছিল এক বড় পদক্ষেপ।
-
১৯৯৯ সালে কার্গিলে পাক জঙ্গির অনুপ্রবেশ। পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় সেনা দখল নেয় দ্রাস, কার্গিলের। প্রধানমন্ত্রী তখন বাজপেয়ী।
-
ভারতের প্রথম চন্দ্রযান-১ চাঁদে সফল অবতরণ করে অটল বিহারী বাজপেয়ীর আমলেই।
-
বাজপেয়ীর অন্যতম বড় অবদান ‘স্বর্ণ চতুর্ভূজ’ প্রকল্প। সড়ক পথে জুড়ে যায় দেশের চার প্রধান শহর- কলকাতা, মুম্বাই, চেন্নাই ও দিল্লি।
-
সংসদে বাজপেয়ীর ভাষণ মানেই ছিল বড় আকর্ষণ। বিরোধীরাও অপেক্ষায় থাকতেন কবিতা, শায়েরি শোনার জন্য। ১৯৯৪ সালে তিনি শ্রেষ্ঠ সাংসদ হিসেবে সম্মানিত হন।
-
দিল্লি-লাহোর বাসযাত্রা চালু করেন বাজপেয়ী। তিনিই হন প্রথম সওয়ারি।
-
দিল্লি আজ মেট্রো রেলের শহর। অটল বিহারী বাজপেয়ীর আমলেই শুরু হয় এই প্রকল্প।