ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের ছবি
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০৬ আগস্ট ২০১৮
আপডেট: ০৩:০৪ পিএম, ০৬ আগস্ট ২০১৮
ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮২ জন প্রাণ হারিয়েছে। রোববারের ওই ভূমিকম্পে কয়েশ মানুষ আহত হয়েছে।
-
ভূমিকম্পের সময় আঙ্কিত এক নারী কান্নায় ভেঙে পড়েছে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তীব্র কম্পনে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭।
-
আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে। সপ্তাহখানেক আগেই আরও একটি ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়। সেবার ১৭ জনের মৃত্যু হয়।
-
ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে।
-
আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
-
ভূমিকম্পের খবরে আতঙ্কিত হয়ে মানুষ বাইরে বেরিয়ে এসেছে।
-
২০১৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় এক বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৯.৩। মৃত্যু হয় ২২০,০০০ মানুষের। এবার ভূমিকম্পের পর দেওয়া হয়েছে সুনমির সতর্কতা।