বিশ্ববিখ্যাত মানুষদের যত অদ্ভুত অভ্যাস
সারাদিনের কাজের মাঝে এমন অনেক অবাক করা কাণ্ডই আমরা করে থাকি, যার কোনো ব্যাখ্যা হয় না। তবে এমন সব অদ্ভুত অভ্যাস কেবল সাধারণ মানুষেরই থাকে তা নয়, বরং বেশ কিছু বিখ্যাত মানুষও এর শিকার।
-
ভলতেয়ার : তার দিনে ৪০-৫০ কাপ কফি না হলে লেখালেখিতে মন বসত না। চিকিৎসকদের নিষেধ থাকাতেও এই অভ্যাস লালন করেছিলেন সারাজীবন। যদিও তাতেও ৮৩ বছর বেঁচে ছিলেন তিনি।
-
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন : আমেরিকান লেখক, রাজনীতিবিদ ও চিন্তাবিদ মানুষটি রোজ সকালে ১-২ ঘণ্টা বাড়ির সব জানালা খুলে ঠান্ডা হাওয়ায় নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতেন। তার মতে, এই হাওয়া তাকে সব অসুখ থেকে দূরে রাখবে।
-
হেনরি ফোর্ড : ফোর্ড গাড়ির প্রাণপুরুষের প্রিয় খাবার ছিল সয়াবিনের পাউরুটি। তর সঙ্গে তার রোজ লাগত রাস্তার ধার থেকে তুলে আনা সবুজ ঘাসপালার সুপ! নানা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন ‘রোডসাইড গ্রিন’ ছাড়া তার বেঁচে থাকাই দুর্বিসহ।
-
টমাস আলভা এডিসন : তিনি তার সুপে কতটা লবণের দরকার তা চেখে না দেখেই লবণ দিয়ে ফেলতেন।
-
বিল গেটস : ধনকুবের এই আমেরিকান শিল্পপতির বায়না রকিং চেয়ারের। কাজে মন দিতে হোক, বা কাজ থেকে সরে খানিক অন্য কিছু ভাবনার অবকাশ— রকিং চেয়ার তার চাই-ই চাই। এই নিয়ে ঘনিষ্ঠ মহলে নানা রসিকতারও শিকার তিনি।
-
স্টিভ জবস : মার্কিন এই প্রযুক্তিবিদ যখন তখন কেঁদে ফেলতেন, এবং তা জনসমক্ষেই। আনন্দ হোক বা ব্যর্থতা কান্না তার আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম ছিল।
-
ডোনাল্ড ট্রাম্প : কিছুতেই বিতর্ক পিছু ছাড়ে না বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে! খুব দরকার না পড়লে কারও সঙ্গে হাত মেলাতেও চান না তিনি। লিফটের বোতাম টিপতেও সরাসরি হাত ব্যবহার তার না পছন্দ।