বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক
বিশাল এই পৃথিবীর নানাপ্রান্তে রয়েছে দর্শনীয় অনেক স্থাপনা। যা দেখতে পর্যটকরা ছুটে বেড়ান পৃথিবীর এপ্রান্ত থেকে ও প্রান্তে। এবার দেখা যাক বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্কের ছবি।
-
বিশাল এই ওয়াটার পার্কটি জার্মানিতে অবস্থিত। এটি সে দেশের মানুষের চিত্তবিনোদনের অন্যতম আকর্ষণীয় স্থান।
-
এই ওয়াটার পার্কটি ২০০৪ সালে দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেয়া হয়।
-
ওয়াটারপার্কের মধ্যে যেন আরেকটি পৃথিবী। সবুজ বৃক্ষশোভিত সরু রাস্তাসহ এর মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন ফুল বাগান।
-
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ অবকাশ যাপনের জন্য এই ওয়াটার পার্কে ছুটে আসেন।
-
বড়দের পাশাপাশি এই ওয়াটার পার্কের পানিতে শিশুদের জন্য হরেক রকমের খেলার সামগ্রী রয়েছে।
-
নির্মল আনন্দ ভ্রমণের জন্য জার্মানির অনেক পিতামাতা এই ওয়াটার পার্কে তাদের শিশুদের নিয়ে আসনে। এখানের সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়।
-
অবকাশ যাপনকারীদের পদভারে মুখর ওয়াটার পার্কটি।
-
জার্মানির এই ওয়াটার পার্কটিতে রয়েছে স্বচ্ছ পানির ঝরনা ধারা। যা ভ্রমণকারীদের বিমোহিত করে।
-
ওয়াটার পার্কটিতে রয়েছে আরও বিভিন্ন ধরনের রাইডস।
-
ওয়াটার পার্কে গোসল করছেন আগত ভ্রমণকারীরা।
-
সারা বছরই ওয়াটার পার্কটি ভ্রমণকারীদের পদভারে মুখর থাকে।
-
কেউ জার্মানিতে গেলে এই ওয়াটার পার্কটি ঘুরে আসতে ভুল করেন না।