বিয়ের আগে বিশ্বের জমকালো ৬ ফটোশুট
সংযুক্ত আরব আমিরাতের ছেলে মেয়েদের বিবাহ পূর্ব কিছু ছবি নিয়ে এই অ্যালবাম।
-
অ্যাকুরিয়াম : দুবাই শহরে অ্যাকুরিয়ারের মধ্যে নির্মিত টানেলে পাত্র-পাত্রীরা বর্ণিল সাজে সেজে ফটোশুটে অংশ নেয়। মনে করা হয়, এতে দাম্পত্য জীবন অনেক সুখের ও দীর্ঘস্থায়ী হয়।
-
সমুদ্র সৈকত : সৈকতে এসে সংযুক্ত আরব আমিরাতের পাত্র-পাত্রীরা বিয়ের আগে আংটি বদল করেন। সেই সঙ্গে মনোমুগ্ধকর ফটোশুটেও অংশ নেন।
-
মিরাকল গার্ডেন : সংযুক্ত আরব আমিরাতের এই বাগানে এক সময় পরীদের বিয়ে হতো বলে প্রচলতি রয়েছে। তাই এদেশের পাত্র-পাত্রীরা বিবাহের পূর্ব সময়কে স্মরণীয় করে রাখতে এ অলৌকিক বাগানে এসে ফটোশুট করেন।
-
স্কাইডাইভিং : স্কাইডাইভিং হচ্ছে সবচেয়ে দুঃসাহসী খেলা। বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে ঝাপ দিয়ে আকাশ থেকে পাত্র-পাত্রীরা মাটিতে নেমে আসেন। বিবাহের পূর্বে আরব আমিরাতে এধরনের দুঃসাহসী কাজের ছবি ক্যামেরায় ধারণ করা হয়।
-
জলের নিচে ফটোশুট : সংযুক্ত আরব আমিরাতে পাত্র-পাত্রীরা বিবাহের পূর্বে সাগরের জলে ডুব দেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করেন।
-
ইয়ট : বিয়ের আগে দুবাইয়ের ছেলে মেয়েরা তাদের পছন্দের মানুষের সঙ্গে জাহাজে গহীন সমুদ্রে ফটোশুটের জন্য চলে যান। তাদের এই সমুদ্র যাত্রাকে ‘ইয়ট’ বলা হয়ে থাকে।