তাজমহলের অজানা কাহিনি
পৃথিবীতে ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে তাজমহল। এবারের অ্যালবাম সাজানো হয়েছে তাজমহলের অজানা কাহিনি নিয়ে।
-
মুঘল আমলে তৈরি হওয়ায় অনেকেই ভাবেন যে, তাজমহলের কারিগরির মধ্যে শুধু মুঘল সংস্কৃতির ঝলক রয়েছে। কিন্তু একথা সঠিক নয়। মুঘল, পারসিক এবং রাজপুতসহ ভারতীয় সংস্কৃতির শৈল্পিক নিদর্শনও মিশে রয়েছে এই স্থাপত্যে।
-
ঔরাঙ্গাবাদের ‘বিবি কা মকবারা’ এবং বাংলাদেশের নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার ‘বাংলার তাজমহল’-কে অনেকটা তাজমহলের মতোই দেখতে।
-
মমতাজ মহলের আসল নাম অর্জুমন্দ বানু বেগম। তিনি শাহজাহানের তৃতীয় স্ত্রী ছিলেন।
-
মাত্র ৩৮ বছর বয়সে নিজের ১৪তম সন্তানকে জন্ম দিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মমতাজ।
-
শুধু ২০,০০০ শ্রমিকই নয়, তাজমহল নির্মাণে ১০০০টি হাতির সাহায্যও লেগেছিল।
-
প্রায় ২৮ ধরনের মূল্যবান পাথর দিয়ে তৈরি হয়েছিল এটি।
-
দিনে এবং রাতের বিভিন্ন সময় বিভিন্ন রংঙের দেখতে লাগে তাজমহলকে।
-
পবিত্র কোরানের একাধিক পংক্তি লিখিত রয়েছে তাজমহলের বিভিন্ন অংশে।
-
বিচিত্র হরফে মমতাজ মহলের সমাধির গায়ে আল্লাহর ৯৯টি নাম অঙ্কিত রয়েছে।
-
শ্রীলঙ্কা, চীন তিব্বত, আরব, আফগানিস্তান এবং ভারতের পঞ্জাব ও রাজস্থান থেকে আমদানি করা কাঁচামাল দিয়ে তাজমহল নির্মাণ করা হয়েছিল।
-
কালো পাথর দিয়ে তৈরি আর একটি তাজমহল তৈরি করতে চেয়েছিলেন শাহজাহান। কিন্তু নিজের ছেলেদের সঙ্গে নানা বিবাদের জেরে তার এই ইচ্ছা পূরণ হয়নি।