বিশ্বের ১০টি বৈচিত্রপূর্ণ ফুলের উৎসব
পৃথিবীর সব ভাষা-ভাষী ও প্রতিটি ধর্মের মানুষ ফুল ভালোবাসেন। তাই প্রতিটি আনন্দ উৎসবে থাকা চাই ফুলের বর্ণিল উপস্থিতি।
-
চেরি ব্লসম ফেস্টিভ্যাল : বসন্ত ঋতুকে আগমন বার্তা জানাতে ওয়াশিংটন শহরে ৩০০০টি চেরি গাছ নিয়ে সংঘটিত হয় ফুলের উৎসব।
-
ব্লোইমেনকোরসো : এটি একটি ডাচ শব্দ। এর মানে ফুলের ‘প্যারেড’। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের বিভিন্ন শহরে এই উৎসবটি পালন করা হয়। শহরের সমস্ত গাড়ি, নৌকা ইত্যাদিকে ফুল দিয়ে সাজানো হয়। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের উৎসব আয়োজিত হয় নেদারল্যান্ডের জুনডার্টে।
-
জার্সি ব্যাটেল অফ ফ্লাওয়ার : অগস্ট মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি চ্যানেল ব-দ্বীপে আয়োজিত হয় এই ফুলের উৎসব। রকমারি ফুল দিয়ে সাজানো ফ্লোটস ঘুরে বাড়ায় রাস্তার দুই ধারে। এছাড়া নাচ-গানে, মেলা, কুচকাওয়াচ প্রভৃতির ব্যবস্থাও থাকে।
-
স্প্যালডিং ফ্ল্যাওয়ার প্যারেড : রাজা পঞ্চম জর্জ এবং তার স্ত্রী রানি মেরির ২৫ বছরের দাম্পত্য জীবন উদযাপন করার জন্য ১৯৩৫ সাল থেকে ইংল্যান্ডের স্প্যালডিং শহরে এই উৎসবের সূচনা হয়। ১৯৫৯ সাল থেকে এই উৎসবে শুধু টিউলিপ ফুল ব্যবহার করা হয়।
-
গেনজানো ইনফিওরাটা ফ্ল্যাওয়ার ফেস্টিভ্যাল : ইউরোপের ব্যালার্ডো শহরে প্রতি বছর জুন মাসে এই উৎসব আয়োজিত হয়। রকমারি ফুল দিয়ে শহরের প্রায় সমস্ত রাস্তায় ধার্মিক চিত্রকলার নানা নিদর্শন তৈরি করা হয়। প্রায় ২০০ বছর ধরে প্রতিবছর এই উৎসবটি আয়োজিত হয়।
-
ব্রাসেলস ফ্ল্যাওয়ার কার্পেট : প্রতি দুই বছর অন্তর বেলজিয়ামের ব্রাসেল শহরে আয়োজিত হয় এই উৎসবটি। শহরের সিটি হলের মেন স্কোয়্যারের সামনে বিভিন্ন ফুল দিয়ে একটি ফুলের চাদর বানানো হয়।
-
ভেলেনসিয়া বাটালা দে ফ্লোরস : স্পেনের ভেলেনসিয়া শহরে আয়োজিত হয় এই ফুলের অনুষ্ঠান। প্রতি বছর জুলাই মাসে আয়োজিত ‘ফেরিয়া দে জুলিয়ো’ অর্থাৎ ভেলেনসিয়ার মেলার শেষ পর্বে এই ফুলের উৎসবটি পালন করা হয়। উৎসবের থিম অনুযায়ী পোশাক পরে তরুণীরা ফুলের ফ্ল্যোটেলে করে সারা শহর ঘরে বেড়ায়।
-
ভেন্তিমিলিয়া বাত্তাগলিয়া দি ফিওরি : বসন্তের আগমনকে উৎযাপিত করতে প্রতি দুই বছর অন্তর জুন মাসে ফ্রান্সের ভেন্তিমিলিয়া শহরে এই উৎসবটি পালন করা হয়। প্রায় ৮০০০০ ফুল দিয়ে সাজানো একাধিক ফ্ল্যোটস ঘুরে বেড়ায় সারা শহরে। দুই দিন ধরে চলে এই উৎসবটি।
-
মেডেলিন ফেরিয়া দে লা ফ্লোরস : প্রায় এক সপ্তাহব্যাপী এই ফ্লাওয়ার প্যারেডটি অগস্ট মাসে কলম্বিয়ার মেডেলিন শহরে আয়োজিত হয়।
-
পাসাডেনা রোস প্যারেড : আমেরিকার নতুন বছর উদযাপনের জন্য এই গোলাপ ফুলের উৎসবটি আয়োজিত হয়। ১৮৯০ সাল থেকে এই উৎসবটি পালন করা হচ্ছে।