বিধ্বস্ত ইউএস-বাংলার বিমানের উদ্ধার অভিযান চলছে
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১২ মার্চ ২০১৮
আপডেট: ০৫:২৩ পিএম, ১২ মার্চ ২০১৮
এবারের অ্যালবাম সাজানো হয়েছে নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের উদ্ধার তৎপরতার ছবি নিয়ে।
-
নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। এখন চলছে এ বিমানের যাত্রীদের উদ্ধার অভিযান।
-
বিমান বিধ্বস্তের পর নেপালের সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়।
-
নেপালের স্থানীয় দৈনিক দ্য হিমালয় টাইমস বলছে, বিমান বিধ্বস্তের এ ঘটনায় প্রাণহানির শঙ্কা প্রকাশ করেছে টিআইএ।
-
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ৭৮ যাত্রীবাহী পুড়ে যাওয়া বিমানটির ৫০ যাত্রীর ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
-
নেপাল সেনাবাহিনী ও উদ্ধারকারী টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে শঙ্কা প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।