বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে সৌদি আরবের জেদ্দা টাওয়ার
উচ্চতায় বুর্জ খালিফাকেও ছাড়িয়ে যাবে জেদ্দা টাওয়ার। এবারের অ্যালবাম সাজানো হচ্ছে এই ভবনের ছবি নিয়ে।
-
বিশ্বের সর্বোচ্চ বহুতলের শিরোপা বদল হতে চলেছে। বুর্জ খালিফার মাথা থেকে এই মুকুট ছিনিয়ে নিতে চলেছে জেদ্দা টাওয়ার।
-
কারণ, বুর্জ খালিফার থেকেও উঁচু বহুতল তৈরি হতে চলেছে। যা বুর্জ খালিফার থেকে আরও ৫০০ ফুটের বেশি উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। সৌদি আরবের জেদ্দা টাওয়ার।
-
এই বহুতলটি নির্মাণের কাজ ২০১৪ সালের মার্চ মাস থেকে শুরু হয়ে গিয়েছে। আগামী বছরই তা সম্পূর্ণ হওয়ার কথা।
-
১৭০ তলার এই বহুতলে আবাসন, অফিস, হোটেল এবং শপিং মল থাকবে। ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত ১৭০ তলার মধ্যে মাত্র ৬৬ তলা তৈরি হয়েছে। যার উচ্চতা ৮৭০ ফুট।
-
দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা ২,৭১৬ ফুট। আর এই জেদ্দা টাওয়ারের উচ্চতা হতে চলেছে ৩,২৮০ ফুট। কংক্রিট এবং স্টিলের কাঠামো দিয়ে তৈরি হচ্ছে বহুতলটি।
-
২০১১ সালের অাগস্টে সৌদি বিলিওনিয়র প্রিন্স আলওয়ালীদ বিন তালাল প্রথম এ টাওয়ার তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, ঘোষণার ৩৬ মাস পরই কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল।
-
কিন্তু বিভিন্ন সমস্যার জন্য যা বাস্তবায়িত হয়নি। পরবর্তীকালে প্রস্তাব পাশ হয় ২০১৪ সালে। টাওয়ারটি বানাতে খরচ পড়বে ১২০ কোটি ডলার।