ভ্রমণপিপাসুদের জন্য সেরা ৭টি শহর
২০১৭ সালের হিসেবে দেখা যায়, যে ৭টি শহরে সবচেয়ে বেশি মানুষ ভ্রমণে গিয়েছেন তার ৭টিই এশিয়ার। এবারের অ্যালবামে দেখা যাক সেরা ৭টি শহরের ছবি।
-
হংকং : গত বছর ২ কোটি ৫৭ লাখ মানুষ হংকং গিয়ে শহরটিকে তালিকায় এক নম্বরে তুলে এনেছেন। জনবহুল এই শহরটিতে মানুষ ব্যবসায়িক কাজে কিংবা ফুর্তি করতেও আসেন। অনেক মানুষ শুধু শপিং করতেই হংকং যান। আর রাতের টেম্পল স্ট্রীট মার্কেটও ঘুরে আসেন।
-
ব্যাংকক, থাইল্যান্ড : দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক প্রতিনিধি ব্যাংকক। ব্যবসায়িক ও পর্যটন উভয় কেন্দ্র হিসেবেই সারা বিশ্বের অনেক পর্যটকেরই পছন্দের জায়গা ব্যাংকক। খরচটাও খুব একটা বেশি না। আর স্ট্রিট ফুডের কথা তো বলাই বাহুল্য। গত বছর ২ কোটি ৩৩ লাখ মানুষ শহরটিতে পা রেখেছেন।
-
লন্ডন, যুক্তরাজ্য : ব্রেক্সিটের কারণে একটা লাভ হয়েছে লন্ডনের। দাম পড়েছে সবকিছুর। তাই পর্যটকরা অল্প বাজেটেই ঘুরে বেড়াতে পারছেন শহরটি। বিগ বেন, ওয়েস্ট মিনিস্টার অ্যাবে ও টাওয়ার ব্রিজের মতো ভ্রমণপিপাসুদের জন্য লন্ডনে রয়েছে অসংখ্য বিখ্যাত দর্শনীয় স্থান। ২০১৭ সালে ১ কোটি ৯৮ লাখ মানুষ লন্ডন ভ্রমণ করেছেন।
-
সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর : ম্যারিনা বে’র সুইমিং পুল বিশ্বের সবচেয়ে বড় ছাদের ওপরের সুইমিং পুল। ওখানে যে না নেমেছে, সে জানে না এর আকর্ষণ। ছোট্ট একটা শহর হয়েও এমন অসংখ্য আকর্ষণ তৈরি করে পর্যটকদের টানে সিঙ্গাপুর। সেই সঙ্গে এটি পৃথিবীর অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। ১ কোটি ৭৬ লাখ মানুষ গত বছর সিঙ্গাপুর গেছেন।
-
মাকাউ, চীন : মাকাউকে চীনের লাস ভেগাস বলা হয়ে থাকে। আমুদে পর্যটকদের জন্য স্বর্গ। ক্যাসিনো আর শপিং মলে ভরা শহর। প্রায় ৩০০ বছর এটি পর্তুগীজ উপনিবেশ ছিল। তাই এখানে সাংস্কৃতিক বৈচিত্রও রয়েছে। গত বছর ১ কোটি ৬৩ লাখ মানুষ মাকাউ ঘুরতে গেছেন।
-
দুবাই, আরব আমিরাত : অনেকেই বলেন, দুবাইয়ের মতো এতটা খরুচে আর আমুদে শহর বোধ হয় আর কোথাও নেই। তারপরও প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষকে আকৃষ্ট করতে পেরেছে শহরটি।
-
প্যারিস, ফ্রান্স : তালিকায় প্যারিস ইউরোপের দ্বিতীয় প্রতিনিধি। শহরটিকে কেউ ‘আলোর শহর’, কেউ ‘ভালোবাসার শহর’ বলে ডাকেন। এর অসাধারণ শৈল্পিক সব স্থাপত্য, শিল্পকলা, শাইন নদীর কলকলে পানি আর আইফেল টাওয়ার পর্যটকদের আকৃষ্ট করে। ২০১৭ সালে ১ কোটি ৪৩ লাখ মানুষ প্যারিসের সৌন্দর্যের স্বাদ নিয়েছেন।