মাটির নিচে বিশাল গ্রাম
চীনে রহস্যময় এক গ্রাম রয়েছে। সেখানের সব বাড়ি-ঘরই রয়েছে মাটির নিচে। এ গ্রামে ৩ হাজার মানুষ বসবাস করে।
-
চীনের হেনান প্রদেশের সানমেনশিয়ায় দেখা মিলবে অদ্ভুত এই গ্রামের। এখানে প্রায় ২০০ বছর ধরে মাটির তলাতেই বাড়ি তৈরি করে বসবাস করছেন কয়েক হাজার মানুষ।
-
এই এলাকায় মাটির তলায় এমন অন্তত হাজার দশেক ঘরের সন্ধান মিলেছে। এই ধরনের ঘরগুলোকে বলা হয় ‘ইয়ায়োডং’। এই চীনা শব্দের অর্থ হল ‘গুহা ঘর’।
-
হেনান প্রদেশের এই গুহা ঘরগুলোতে এখনো হাজার তিনেক মানুষ বসবাস করেন। জানা গেছে, এই বাসিন্দাদের অন্তত ছয় প্রজন্ম এখানে বসবাস করছেন।
-
এই ঘরগুলো মাটি থেকে ২২-২৩ ফুট গভীরে তৈরি করা। এগুলো লম্বায় ৩৩ থেকে ৩৯ ফুট পর্যন্ত হয়ে থাকে।
-
মাটির তলায় তৈরি এই ঘরগুলোতে তাপমাত্রা শীতকালে ১০ ডিগ্রি আর গ্রীষ্মে ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে না।
-
ঐতিহাসিকদের মতে, হেনান প্রদেশের এই গুহা ঘরগুলোতে মানুষের বসবাস ২০০ বছরের হলেও চীনের পার্বত্য এলাকায় ৪০০০ বছর আগে, ব্রোঞ্জ যুগে এই ধরনের বাড়ি তৈরি হত।
-
বর্তমানে এইসব গুহা ঘরগুলোতে বিদ্যুত সংযোগসহ সব আধুনিক ব্যবস্থা রয়েছে। স্থানীয়দের দাবি, ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না এই ঘরগুলো। ২০১১ সাল থেকে এই গ্রামটির সংরক্ষণের ব্যবস্থা করেছে প্রশাসন।
-
বর্তমানে এই ঘরগুলো পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।