ভারতের ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হল
এবারের অ্যালবামে থাকছে ভারতের ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ছবি।
-
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। ছবি : জাগো নিউজ
-
আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার নামে এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শশালা। সেই সঙ্গে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। ছবি : জাগো নিউজ
-
বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। ছবি : জাগো নিউজ
-
শ্বেতপাথরে নির্মিত ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণকাজ শুরু হয় ১৯০৬ খ্রিষ্টাব্দে। সৌধটির উদ্বোধন হয় ১৯২১ খিষ্টাব্দে। ছবি : জাগো নিউজ
-
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সর্বোচ্চ গম্বুজে বিউগল-ধারিণী বিজয়দূতীর একটি কালো ব্রোঞ্জমূর্তি রয়েছে। ছবি : জাগো নিউজ
-
প্রতিদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশের দশনার্থীরা ভিড় করেন। ছবি : জাগো নিউজ
-
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল ও স্যার জন প্রেইন। ছবি : জাগো নিউজ
-
কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর নির্মাণকার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল এ হলটির। ছবি : জাগো নিউজ
-
ভারতের পরিবেশ বিজ্ঞানীদের অভিমত, কলকাতার দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের সাদা পাথরে মলিনতার ছোঁয়া লাগছে। ছবি : জাগো নিউজ
-
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একটি গেট। ছবি : জাগো নিউজ