কফি হাউজে চলছে আড্ডা
বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দে’র গানের সেই কফি হাউজের ছবি নিয়ে এবারের আয়োজন।
-
‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই।’ প্রজন্ম থেকে প্রজন্মের শ্রোতাপ্রিয় এই গানের কফি হাউজে এখনও আড্ডা জমে। ভারতের এই কফি হাউজ ব্যস্ত থাকে সকাল, সন্ধ্যা, রাত। ছবি : জাগো নিউজ
-
ভারতের উত্তর কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিট চত্বরে এই কফি হাউজটি অবস্থিত। ছবি : জাগো নিউজ
-
কফি হাউজে চলছে তরুণদের সেলফি তোলা আর আড্ডাবাজি। এর নাম প্রথম দিকে কফি হাউজ ছিল না। এটি ছিল বিরাটাকৃতির হল। যেখানে মানুষের জমায়েত হতো। ছবি : জাগো নিউজ
-
কফি হাউজে টাঙানো রয়েছে ‘ইন্ডিয়ান কফি হাউজ ওয়ার্কার্স কো-অপারেটিভ সোসাইটি’র বোর্ড। এতে লেখা আছে কফি হাউজের খাবারের মূল্য তালিকা। ছবি : জাগো নিউজ
-
জমিয়ে আড্ডা চলছে কফি হাউজে। ছবি : জাগো নিউজ
-
১৮৭৮ সালের এপ্রিলে তৎকালীন বৃটিশ রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্টের নামকরণে এটির নামকরণ করা হয় অ্যালবার্ট হল। ১৯৫৭ সালে এটি কফি হাউজে রূপ লাভ করে। ছবি : জাগো নিউজ